Connect with us
অন্যান্য

১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে আসছে ক্রিকেট

cricket at olympic games
২০২৮ সালে অলিম্পিকে আবারো ফিরেছে ক্রিকেট

১৯০০ সালের পর থেকে ক্রিকেট অলিম্পিকের অংশ নয়। ১২৮ বছর পর সেটি আবার পরিবর্তিত হতে যাচ্ছে। ২০২৮ সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে আবারো ফিরেছে ক্রিকেট।

“দ্যা বিগেস্ট সো অন আর্থ ” বা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর হচ্ছে অলিম্পিক। আর এই আসরেই ১৯০০ সালের পর থেকে নেই ক্রিকেট। তবে তখন বিশ্বে ক্রিকেট তেমন জনপ্রিয় ছিল না। কিন্তু বর্তমান সারাবিশ্বেই ক্রিকেট অনেকটা জনপ্রিয়। ১০৮ টি দেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সদস্য। তাই অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল।

সোমবার (৯ অক্টোবর) লস এঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ জানায়, ক্রিকেটের সাথে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ- এগুলোকে নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

তারা এই সুপারিশটি পর্যালোচনা করবে এবং এই সপ্তাহের শেষে ১২ এবং ১৪ অক্টোবরের মধ্যে ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন করবে। যদিও এর আগে আইওসি কর্তৃক চূড়ান্ত করা ২৮ টি খেলার মুল তালিকায় ক্রিকেট ছিল না।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জর্জ বার্কলে বলেছেন, ‘আমরা আনন্দিত যে, এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে এক শতাব্দীর বেশি সময় পর অলিম্পিকে ক্রিকেটর অন্তর্ভুক্ত হওয়াটা একটা বড় মাইলফলক হবে।

আরও পড়ুন: আজ আবারো দেখা যাবে সেদিনের সেই টাইগারদের?

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য