দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে গেছে ঈদের আনন্দ। বিশ্বের অধিকাংশ দেশে আজ পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আমেজ ছেয়ে গেছে ক্রিকেট বিশ্বেও। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সকলকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) অস্ট্রেলিয়ায় সবার আগে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ অস্ট্রেলিয়ার মুসলিম সমাজে পালিত হচ্ছে পবিত্র ঈদ। এই ঈদের আনন্দে শুভেচ্ছা বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার এক ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘ঈদ মোবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ এছাড়াও বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড গুলো ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছে বিশ্ববাসীকে। অমুসলিম দেশের ক্রিকেট বোর্ড গুলোও দেখিয়েছে অসাম্প্রদায়িকতা।
শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে সকলকে। লঙ্কান ক্রিকেট বোর্ড সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার দিয়েছে ফেসবুকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিয়ে ঈদের শুভেচ্ছা প্রকাশ করেছে একটি ভিডিও বার্তা।
আরও পড়ুন: রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দুঃসংবাদ পাচ্ছেন রোনালদো!
ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এফএএস