Connect with us
ক্রিকেট

ক্রিকেটে মনোযোগী রায়ান বার্ল, রাজশাহীর পেমেন্ট ইস্যুতে যা বললেন

Rayan Burl in BPL post match press conference
সংবাদ সম্মেলনে রায়ান বার্ল। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

এবারের বিপিএলে বেশ বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে সমালোচনার সবথেকে বড় কারণ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। জানা জয় ক্রিকেটারদের কোন অর্থ প্রদান না করিয়েই টুর্নামেন্টের প্রায় অর্ধেক খেলিয়েছিল দলটি। অবশ্য পেমেন্ট দিতে বিলম্ব হওয়ার ব্যাখ্যা দিয়েছে তারা। এবার পারিশ্রমিক ইস্যুতে মুখ খুললেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার রায়ান বার্ল।

টুর্নামেন্টের শুরুর দিকে খুব একটা ছন্দে ছিল না দুর্বার রাজশাহী। নানা সমালোচনায় জর্জরিত এই দলটি অবস্থান করছিল পয়েন্ট তালিকার তলানির দিকে। তবে শেষ কিছু ম্যাচ জিতে নিয়ে তারা ফিরেছে প্লে অফের লড়াইয়ে। সবশেষ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল রংপুর রাইডার্সকে আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ দেয় রাজশাহী

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলটির বিদেশী ক্রিকেটার রায়ান বার্ল। সেখানেও উঠে এসেছে পেমেন্ট ইস্যুর কথা। তবে ক্রিকেটে নিজের মনোযোগ ধরে রাখার কথা বলেন তিনি, ‘আসলে খেলোয়াড় হিসেবে মাঠে গেলেই আপনি জিততে চাইবেন। ডু অর ডাই ম্যাচ ছিল। আমাদের জিততেই হবে। আমাদের মনোযোগ এখানেই।’


আরও পড়ুন:

» ‘পচা শামুকে’ পা কাটল রংপুর, দিল ‘ভয়ঙ্কর’ ভাবে ফেরার বার্তা

» ছয়ে নেমে এলো ঢাকা, তবুও আছে প্লে অফের সুযোগ


পারিশ্রমিকের প্রশ্ন উঠলে তিনি উল্লেখ করেন তার মনোযোগ পরবর্তী ম্যাচগুলো জয়ের দিকে। এমনকি টাকা পয়সার বিষয় নিয়ে ভাবেন না বলেও জানান বার্ল, ‘আমাদের এখনও দুই ম্যাচ বাকি রয়েছে। ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। আসলে আমি এসব (পারিশ্রমিকের ব্যাপার) নিয়ে ভাবি না। আমাদের এজেন্ট রয়েছে। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। সেদিকেই মনোযোগ।’

এদিকে সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিগুলোর পেশাদারিত্ব এবং ফ্যানবেজ নিয়ে কথা বলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। যদিও তিনি দুর্বার রাজশাহীর বিষয়ে সরাসরি কোন কিছু বলেননি। তার বক্তব্যে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও পেশাদার হওয়ার পরামর্শ দেন। যাতে দর্শকরা বেশি মাঠে আসেন এবং ক্রিকেটের প্রতি তাদের উন্মাদনা বৃদ্ধি পায়।

কোন নির্দিষ্ট দলের সমালোচনা না করলেও প্রশংসা জড়িয়েছেন নিজ দল রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংসের মত ফ্রাঞ্চাইজি গুলোর। যেখানে সোহান জানান রংপুর বা বরিশালের ভালো ফ্যানবেজ রয়েছে। আবার সিলেট ও চট্টগ্রামেও প্রচুর দর্শক রয়েছে। ভালো ফ্র্যাঞ্চাইজিরা পেশাদারিত্বের সঙ্গে দল চালালে তাদের খেলা দেখতে আরও বেশি দর্শক মাঠে আসবে।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট