ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা বা জেন্টেলম্যান’স গেম। ক্রিকেটীয় চেতনা বা স্পিরিট অফ ক্রিকেট নিয়ে অনেকেই আলোচিত-সমালোচিত হয়ে থাকেন। সবশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশে-শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইমড আউট’ নিয়ে সমালোচনা কম হয়নি।
তবে এবার স্পিরিট অফ ক্রিকেটের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড ব্যাটার টিম শেইফার্ট মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে রানআউট করার সুযোগ পেয়েও তা করেননি এই পেসার। যার ফলে তার ক্রিকেটীয় চেতনার প্রশংসা করছেন ক্রিকেটীয় সম্প্রদায়।
আজ (শুক্রবার) মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা টাইগারদের আজ সুযোগ ছিলো সিরিজ নিজেদের করে নেওয়ার। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ১১.২ ওভার খেলে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ করে। কিউদের হয়ে ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন টিম শেইফার্ট। তবে তাকে ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট করার সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলাম।
ওভারের পঞ্চম বলে ড্যারেল মিচেলের জোড়ালো শট ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকা শেইফার্টের মাথায় সরাসরি আঘাত হানে। সাথে সাথে মাটিতে পড়ে যান শেইফার্ট। আঘাতের পর বল শরিফুলের হাতে চলে যাওয়ায় রানআউট করার সুযোগ পান তিনি। তবে তাকে আউট না করে তার মাথায় কতটা আঘাত হেনেছে সেটাই দেখার চেষ্টা করেন শরিফুল।
এর পর পরই শরিফুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। তার এই ঘটনার ভিডিও প্রকাশ করে প্রশংসা করেন অনেক ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে জিতল বেরসিক বৃষ্টি
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমটি