প্রত্যাশা পূরণ করতে পেরেছেন দেশের নারী ফুটবলাররা। সাফের শিরোপা ধরে রাখার আশা জানিয়ে নেপাল গিয়েছিল সাবিনা খাতুন-ঋতুপর্ণারা। শেষ পর্যন্ত কথা রেখেছেন তারা। আরও একবার দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের স্বাদ পাইয়ে দিলেন লাল সবুজের প্রতিনিধিরা। নারী ফুটবলের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে অনুষ্ঠিত সাফের শিরোপা জয়ের লড়াইয়ে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরল বাংলার নারীরা। এমন সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। তাই নারী ফুটবলারদের অভিনন্দন জানাতে ভুলেননি তামিম-শান্ত-মাশরাফিরা।
তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে নারী ফুটবলারদের সাফ জয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এক অসাধারণ মুহূর্ত এটি। মেয়েদের জন্য অসংখ্য অভিনন্দন।’ বর্তমান টাইগার অধিনায়ক শান্ত নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলে একটি ম্যাজিকাল রাত, অভিনন্দন।’
আরও পড়ুন:
» এবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাফজয়ীদের
» পাপনসহ বিসিবির ১১ পরিচালক হারালেন তাদের সদস্যপদ
» ‘বুমরাহ শুধু ক্রিকেটার নয়, মেন্টরও’ : আকাশদীপ
টাইগার পেসার তাসকিন আহমেদ নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে অনেক অভিনন্দন! আমরা আপনাদের নিয়ে অনেক গর্বিত এবং আপনাদের অর্জন দ্বারা অনুপ্রাণিত। এভাবেই জ্বলতে থাকুন!’
ক্রিকেটের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক ও তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুরতাজা নিজের এক ফেসবুক পোস্ট সাবিনাদের অভিনন্দন জানিয়ে লিখেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ। অভিনন্দন বাংলার মেয়েদের।’
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস