Connect with us
ক্রিকেট

২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট, ভেন্যুর নাম ঘোষণা

LA_Olympic 2028
২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটের লড়াই। ইতোমধ্যে আসন্ন এই ইভেন্টের ক্রিকেট ম্যাচগুলোর জন্য নির্ধারিত ভেন্যুর নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি।

ক্রিকেট ইভেন্টটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনায়। এই ইভেন্ট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে একটি অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।

এ বিষয়ে এলএ২৮ আয়োজক কমিটি জানায়, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, ‘যে কারণে ২০২৮ অলিম্পিকে এটি যুক্ত করা হয়েছে। পোমোনার ফেয়ারগ্রাউন্ডে একটি অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করে এই ইভেন্ট আয়োজন করা হবে।’

আরও পড়ুন:

» বাংলাদেশি ভাই, তোমাকে ভালোবাসি―রিশাদকে লাহোরের মালিক

» রিশাদে মুগ্ধ ইংলিশ তারকা, তুলনা করলেন রশিদ খানের সঙ্গে 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি নারী ক্রিকেট দলও অংশ নেবে। দুই বিভাগ থেকে ৬ টি করে দেশ অংশ নেবে। এই ইভেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত। সেবার অংশ নেয় মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এরপর আর ক্রিকেট ইভেন্ট যুক্ত করা হয়নি অলিম্পিকে। আইসিসি অনেক বছর ধরেই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর চেষ্টা করে আসছিল। ১৯৯৬ সালে ক্রিকেট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত দল না থাকায় সেটি বাস্তবায়িত হয়নি। ২০২৪ প্যারিস অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্তির চেষ্টা করেছিল আইসিসি। অবশেষে ২০২৮ অলিম্পিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাস্তবে রূপ নিতে চলেছে ক্রিকেটের উত্তেজনাপূর্ণ লড়াই।

উল্লেখ্য, অলিম্পিককে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ২০২৮ সালে ৩৪তম বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। গত বছর ফ্রান্সের প্যারিসে ৩৩তম বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট