Connect with us
ক্রিকেট

ক্রিকেটার বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

Anamul Haque Bijoy
এনামুল হক বিজয়। ছবি- এনামুল

চলমান বিপিএলে ব্যাপকভাবে শোনা যাচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের খবর। সন্দেহজনক পর্যায়ে থাকলেও গুরুতর এই অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। এবার দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়কে ঘিরে দানা বেঁধেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। আর একারণেই দেশত্যাগ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই টাইগার ক্রিকেটারকে।

অবশ্য এখনও ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তবে বিশেষ সন্দেহের তালিকায় থাকায় তাকে সাময়িকভাবে দেশত্যাগ করতে না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবির দুর্নীতি দমন বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা দেশের একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইমিগ্রেশন বিভাগের সেই কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’ তবে ব্যবস্থাটি আপৎকালীন সময়ের জন্য বলেও জানান তিনি। উল্লেখ করেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।


আরও পড়ুন:

» শেষ ম্যাচেও পরাজিত বাংলাদেশ, লেখা হলো না নতুন ইতিহাস

» শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার, জমকালো আয়োজনে পেলেন অভ্যর্থনা


এদিকে বিপিএলের শুরু থেকেই এবার নানা বিতর্ক ও সমালোচনা ছিল চলমান। টিকিট না পেয়ে কাউন্টার ভাঙচুর কিংবা ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারার মতো না ইস্যু উঠে এসেছিল সামনে। অবশ্য মাঠের জমজমাট ক্রিকেট যেন সকল বিতর্ক পাশ কাটিয়ে আশা দেখাচ্ছিল বিসিবিকে। তবে ফিক্সিং সন্দেহে এবার বড় চিন্তায় ক্রিকেট বোর্ড। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

চলমান টুর্নামেন্টে অসংখ্য ক্রিকেটারের সন্দেহজনক পারফরম্যান্স ও কিছু ম্যাচের অস্বাভাবিক ফলাফল জন্ম দিয়েছে ফিক্সিং সন্দেহের। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এ ধরনের নানা অভিযোগ। এনামুল হক ছাড়াও চার ফ্র্যাঞ্চাইজির অন্তত ১০ ক্রিকেটারকে রাখা হয়েছে নজরদারিতে। এছাড়া আরও অসংখ্য ক্রিকেটার আছে সন্দেহের তালিকায়।

এবারের টুর্নামেন্টে প্রথমে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। অবশ্য তখন ধারাবাহিক ব্যর্থতায় ভুগছিল দলটি। তবে ঠিকই পারফর্ম করে যাচ্ছিলেন তিনি নিজে। এরপরই আচমকা দলের মালিক পক্ষ নেতৃত্ব থেকে সরিয়ে দেন তাকে। দায়িত্ব দেয়া হয় তাসকিন আহমেদকে। বর্তমানে প্লে অফে ওঠার লড়াইয়ে আছে রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট