
বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বেশ শোচনীয়। বয়সভিত্তিক দল ব্যতীত, নারী-পুরুষ সব দলই ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। তবে সামনে ভালো কিছুর সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই তো সউৎসব ঈদুল ফিতরের দিনও ছুটি পাননি জ্যোতিরা।
গত সোমবার বাংলাদেশে পালিত হয়েছে ঈদুল ফিতর। তবে এই ঈদে ছুটি পাননি বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে নয়, টাইগ্রেসদের ঈদ কেটেছে বিসিবির একাডেমি ভবনেই। শুধুমাত্র আসন্ন বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতেই এমন অনুশীলন চলছে তাদের।
বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি জানান, ঈদের আগের দিনও আমরা অনুশীলন করেছি। এই বাছাইপর্বটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি দল যখন বিশ্বকাপে খেলে, তখন সেটির প্রভাব ভিন্ন হয়। আইসিসির কাছ থেকেও নানা সুবিধা আসে।

বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন দলনায়ক জ্যোতি
আরও পড়ুন:
» ব্যর্থ বাবর-রিজওয়ান, নাসিম-ফাহিম জেতাতে পারলেন না পাকিস্তানকে
» এসএসসি পরীক্ষার বদলে লঙ্কা সফর বেছে নিলেন তামিম
নারী ক্রিকেটারদের সামনে সুযোগের কথা জানিয়ে জ্যোতি বলেন, গত বিশ্বকাপের পরই আমরা এফটিপিতে ঢুকেছি। যা আমাদের ক্রিকেটের পরিধি বাড়িয়েছে। ক্রিকেটারদের জন্যও এটি বড় সুযোগ।
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলা নিয়ে জ্যোতি বলেন, নিয়মিত ভাবে বড় টুর্নামেন্ট খেলার সুযোগ পেলে হয়তো আমাদের বর্তমান অবস্থা অন্যরকম হতে পারত। আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, তবে এখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব আমাদেরই নিতে হবে। নিজেদের সেরা মানসিকতা ও সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর নারী ক্রিকেটে একটা বিপ্লব ঘটেছিল। তবে কোভিডের কারণে প্রায় দুই বছর পিছিয়ে যায়। গণমাধ্যমের মনোযোগও তখন তাদের দিকে ছিল। কিন্তু পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি তারা। সেই সাথে ভালো রেজাল্টও উপহার দিতে পারেনি।
ক্রিফোস্পোর্টস/০২এপ্রিল২৫/এজে
