ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাইপর্বে টানা ৮ ম্যাচে আটটিতেই জয় তুলে নিয়েছে পর্তুগাল। বসনিয়া হার্জেগোভিনাকে ৫-০ গোলে হারিয়ে ৮ম জয়টি তুলে নিয়েছে তারা। পর্তুগালের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে বসনিয়ার ঘরের মাঠে তাদের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি পায় তারা। আর এই পেনাল্টি কিক থেকে প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচের ২০ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে ২-০ তে এগিয়ে দেন রোনালদো। পূর্ণ করেন নিজের জোড়া গোল। এই দুই গোলের মধ্যে দিয়ে বর্তমানে তার আন্তর্জাতিক গোল সংখ্যা ১২৭।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরো তিনটি গোল পায় পর্তুগাল। এই তিনটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো ও জোয়াও ফেলিক্স। ৫-০ গোলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল। আধিপত্য বজায় রেখে ৫-০ গোলে সহজেই জয়টি তুলে নেয় রোনালদো বাহিনী।
এর আগে স্লোভাকিয়াকে হারিয়ে ইউরো ২০২৪ এর মূলপর্বে জায়গা নিশ্চিত করে তারা। সেই ম্যাচেও জোড়া গোল করে রোনালদো।
আরও পড়ুন: অবশেষে নিজ রূপে ফিরলো অস্ট্রেলিয়া, ব্যর্থতার বৃত্তে শ্রীলঙ্কা
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমটি/এজে