Connect with us
স্পোর্টস বক্স

প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম

Crifosports 3rd anniversary Postar JPG
প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ করেছে ক্রিফো স্পোর্টস ডটকম

সময়ের স্রোতে আরও একটি বছর পার করলো দেশের ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ক্রিফো স্পোর্টস ডটকম। প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ করে ৩য় বর্ষে পদার্পণ করেছে নিউজ পোর্টালটি।

শনিবার (৭ ডিসেম্বর) ক্রিফো স্পোর্টস ডটকম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীতে পত্রিকাটির কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্রিফো স্পোর্টস ডটকম—এর পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান সম্পাদক ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর শুরু হয় ক্রিফো স্পোর্টস ডটকম—এর অদম্য পথচলা। খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ ইংরেজি ও বাংলা মাধ্যমে প্রকাশ করছে ক্রিফো স্পোর্টস। প্রতিষ্ঠার তিন বছরে পত্রিকাটি এখন আরও পরিণত। সেইসঙ্গে বেড়েছে পাঠক, বেড়েছে কর্মপরিধি ও দায়িত্ব। পাঠকদের আস্থার প্রতিদান ও দায়িত্বশীলতার পরিচয় দিতে অক্লান্ত পরিশ্রম করছেন ক্রিফো স্পোর্টস পরিবারের সদস্যরা।

পরিচালনা পর্ষদের সদস্য মো. শফিউল বাশার বলেন, ‘দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। ক্রিফো স্পোর্টস ডটকম তিন বছরে পা দিয়েছে। ক্রীড়া সংবাদ জগতে ক্রিফো স্পোর্টস আরও পরিণত হলো। প্রতিষ্ঠার এই দিনে ক্রীড়ামোদি পাঠক ও খবরের পেছনে ছুটে চলা নিবেদিত সংবাদ সারথীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।’

CRifosports LOGO DESign

ক্রিফো স্পোর্টস (crifo sports)- ফাইল ছবি

পরিচালনা পর্ষদের অপর সদস্য মাহমুদ আবদুল্লাহ আরব আমিরাত থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এসময় তিনি বলেন, ‘প্রথমেই ক্রিফো স্পোর্টস ডটকম—এর পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমরা সবাই স্বপ্নের সমান বড়। ক্রিফো স্পোর্টস স্বপ্ন সত্যি করার পেছনে অদম্য স্পৃহা নিয়ে হাঁটছে।’

ক্রিফো স্পোর্টস ডটকম—এর নির্বাহী সম্পাদক এ.জামান বলেন, ‘ক্রীড়াঙ্গনের সব খবর দ্রুত ও বস্তুনিষ্ঠতা অক্ষুণ্ন রেখে প্রকাশ করতে ক্রিফো স্পোর্টস ডটকম প্রতিজ্ঞাবদ্ধ। এক ঝাঁক নিবেদিত সংবাদ সারথীদের নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিফো স্পোর্টস। সেই পথচলায় সময়ের আরও একটি নতুন নক্ষত্র যুক্ত হলো। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা।’


আরও পড়ুন :

» নিয়োগ বিজ্ঞপ্তি : ক্রিফোস্পোর্টসে সাব-এডিটর হতে পারেন আপনিও

» গোল পেলেন রোনালদো, তবে জয় ছিনিয়ে নিল বেনজেমার দল


ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এজে/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স