Connect with us
ফুটবল

অবসর নিয়ে রহস্যের জট খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি - সংগৃহীত

আসন্ন উয়েফা ন্যাশন্স লিগে পর্তুগালের হয়ে যে রোনালদোকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে এটা মোটামুটি নিশ্চিত। তবে অনেকের মনেই সম্প্রতি রোনালদোর অবসর নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। এবার রোনালদো নিজেই জানালেন, আরও কিছু দিন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে চান পর্তুগিজ যুবরাজ। এমনকি তার অবসরটা হবে কিছুটা অকস্মাৎ বলেও জানান তিনি।

সম্প্রতি এই বিষয়ে পর্তুগালের চ্যানেল নাউকে এক সাক্ষাৎকারে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘আমার জাতীয় দল ছাড়ার সময় হলে আমি নিজে থেকেই সরে যাবো। তবে আগে থেকে ঢাক-ঢোল পেটানোর ইচ্ছে আমার নেই। খুব ভেবে-চিন্তে সাবলীলভাবে এমন সিদ্ধান্তে পৌঁছতে চাই আমি।’

পাশাপাশি অতি শীঘ্রই যে অবসরে যাচ্ছেন না সেটিও বুঝিয়ে দেন ‘সিআরসেভেন’, ‘বর্তমানে আনার লক্ষ্যই হলো জাতীয় দলকে সাহায্য করে যাওয়া। আসন্ন ন্যাশন্স লিগে পর্তুগালের হয়ে আমি প্রতিনিধিত্ব করতে চাই।’

তবে ফুটবলার রোনালদো অবসরের পর কোন দিকে তার ক্যারিয়ার গড়তে পারেন এ নিয়ে নানা মহলে গুঞ্জন শোনা যায়। কেও বলে, তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দিবেন সাবেক রিয়াল তারকা। তো কারো মতে, ফুটবল কোচ হিসেবে রোনালদোকে দারুণ মানাবে। এ প্রসঙ্গে রোনালদো কি ভাবছেন?

পর্তুগাল অধিনায়কের সোজা-সাপ্টা উত্তরে তার ভক্ত-সমর্থকরা হয়তো খুব একটা খুশি নাও হতে পারেন। অবসরের পর নিজের পরিকল্পনা সম্পর্কে রোনালদো জানান, ‘কোনো দলের কোচ হওয়া নিয়ে আমি কখনো ভেবে দেখিনি। এসব নিয়ে কখনো চিন্তাও করিনি। এমনকি এমনটা (কোচ হওয়া) হওয়ার কোনে সম্ভাবনাও আমি দেখছি না।’

তাহলে কি করার পরিকল্পনা ক্রিস্টিয়ানোর? এমন প্রশ্নের জবাবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি ফুটবলের বাইরে অন্য কিছুই করতে চাইবো। তবে কোনো কিছুই নিশ্চিত নয়, সব কিছুই ঈশ্বরের হাতে।’

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল