নামটা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর নামের পাশে বয়সটা ৩৮। কিন্তু এখনো খেলে যাচ্ছেন পুরো ছন্দে। ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স শুধুমাত্র সংখ্যা। দিনে দিনে সেটাই প্রমাণ করে যাচ্ছেন রোনালদো, নিয়েছেন আরো একটি নতুন চ্যালেঞ্জ। এবার ক্যারিয়ারে এক হাজার গোল পূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন রোনালদো। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এখনো খেলে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের পরে ছয়টি ম্যাচ খেলে ৭টি গোল করেছেন তিনি। তাছাড়া আল নাসরের হয়ে ১১ ম্যাচ থেকে গোল করেছেন ১১টি।
১৪ অক্টোবর স্লোভাকিয়ার বিপক্ষে তার জোড়া গোলে ভর করে ৩-২ গোলে জেতে পর্তুগাল। ফলে ২০২৪ ইউরোর মূলপর্ব নিশ্চিত করে তার দল। রোনালদো তার ক্যারিয়ারে ১১০০টির বেশি ম্যাচ খেলেছেন। গোল সংখ্যা ৮৫৭টি। এর মধ্যে আন্তর্জাতিক গোল ১২৫টি।
তিনি বলেছেন তার নামের পাশে এক হাজার গোল দেখতে চান। গোলডটকমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এফসি পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তোর সঙ্গে আলাপের এক পর্যায়ে পিন্তো বলেন রোনালদো ১ হাজার গোলের বাজি ধরতে চান কিনা। জবাবে তার সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে নেন রোনালদো।
রোনালদোর ঘোষণা শুনে ধরেই নেওয়া যায় আরো কয়েক বছর খেলবেন তিনি। ২০২৪ ইউরোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারেন তিনি এমন গুঞ্জনও শোনা গেছে।
আরও পড়ুন: ‘অভিনয়’ করলেন কোহলি, কী বার্তা দিলেন রিজওয়ানকে?
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর/এসএ/এজে