Connect with us
ক্রিকেট

হেডের উদযাপন নিয়ে ভারতে সমালোচনা: নেপথ্যের ঘটনা

Travis head celebration and story
ট্রাভিস হেডের উদযাপন এবং স্টোরি। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। তবে আলোচনার কেন্দ্রবিন্দু এবার ক্রিকেটীয় কৌশল নয়, বরং একটি উদযাপন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ট্রাভিস হেডের উদযাপনের একটি ভঙ্গি নিয়ে ভারতীয় সমর্থক ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই হেডের উদযাপনকে ‘অশ্লীল’ বলে দাবি করে শাস্তির আবেদন জানিয়েছেন। তবে এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন হেড এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

গত সোমবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়া ভারতকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ভারতকে দেওয়া ৩৪০ রানের লক্ষ্য তাড়ায় সফরকারীরা মাত্র ১৫৫ রানে অলআউট হয়।

ভারতের ব্যাটিং লাইনআপ ছিল একদমই নিষ্প্রভ। যশস্বী জয়সওয়ালের ৮৪ রান ও ঋষভ পান্তের ৩০ রানের ইনিংস ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ট্রাভিস হেডের স্পিনে ঋষভ পান্ত আউট হন ১২১ রানে। এরপর মাত্র ৩৪ রান যোগ করতেই ভারতের বাকি ৬ উইকেট পড়ে যায়। এর ফলেই ম্যাচটি অস্ট্রেলিয়ার পক্ষে শেষ হয়ে যায়।

Australia won against India

ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ঋষভ পান্তকে আউট করার পর ট্রাভিস হেড এক হাতে মুষ্টিবদ্ধ করে আরেক হাতে চামচ নাড়ানোর মতো ভঙ্গি করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েন হেড।

অনেক ভারতীয় সমর্থক এই উদযাপনকে ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ বলে দাবি করেন। ভারতীয় সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোৎ সিং সিধুও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি তার সামাজিক মাধ্যমে লেখেন, ‘ট্রাভিস হেড যা করেছে তা শুধু ক্রিকেটের জন্য খারাপ উদাহরণ নয়, বরং এটি ১৫০ কোটি ভারতীয়র অপমান। নারী, শিশু ও বৃদ্ধ সবাই এই খেলা দেখছে। এমন উদযাপন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।’

তবে বিষয়টি নিয়ে হেড ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, এই উদযাপনের পেছনে কোনো অশ্লীলতা বা নেতিবাচক মানসিকতা ছিল না। বরং এটি তার একটি মজার অভ্যাস।

হেড বলেন, ‘আমার উদযাপনের মানে হলো উত্তপ্ত আঙুল বরফভর্তি গ্লাসে রাখা। আমি প্রথমবার এমনটা করেছিলাম ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলাম। আমার আঙুলে গরম অনুভূত হচ্ছিল, তাই মনে মনে ভাবলাম বরফে ডুবিয়ে আরও একটি উইকেট নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর বাইরে কোনো নেতিবাচক উদ্দেশ্য ছিল না।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও সতীর্থের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, ‘হেডের উদযাপনের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটি তার নিজস্ব মজার অভ্যাস। যখন তার আঙুলে গরম অনুভূত হয়, তখন সে বরফের গ্লাসে আঙুল ভেজায়। সিডনি হোক বা ব্রিসবেন, হেড উইকেট নেওয়ার পর ফ্রিজে গিয়ে বরফের টুকরো বের করে আঙুল ডুবিয়ে রাখে। এটি তার একটি কৌতুকপূর্ণ উদযাপন।’

তবে ভারতীয় সমর্থকরা বিষয়টি সহজভাবে নিতে পারেননি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হেডের এই উদযাপনের কড়া সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, এটি কেবল খেলোয়াড়দের নয়, দর্শকদেরও অপমান করেছে।

বিশেষত, সিরিজে ভারতের ব্যর্থতা এবং চতুর্থ টেস্টে বড় ব্যবধানে হার ভারতীয় সমর্থকদের মধ্যে হতাশা বাড়িয়েছে। এর মধ্যে হেডের উদযাপন তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:

» বিদায়ী ২০২৪ সাল: বাংলাদেশ ফুটবলে সাফল্য, হতাশা ও নতুন অধ্যায়

» টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল আফগানিস্তান

চার ম্যাচ শেষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি আগামী ৩ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে। ভারত সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বিতর্কের মধ্যে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এই উদযাপন নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানানো হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

হেডের উদযাপন কেবল একটি মজার ঘটনা ছিল নাকি এটি আসলে অপরিপক্ব আচরণ—এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে রয়েছে সিডনির ম্যাচে। সেটিই নির্ধারণ করবে সিরিজের চূড়ান্ত ফলাফল।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/আইআর/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট