Connect with us
ফুটবল

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

Portugal vs Croatia
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ। ছবি- সংগৃহীত

গত উয়েফা নেশনস লিগের রানার্সআপ দল ক্রোয়েশিয়া এবার নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগালকে কোনরকম রুখে দিয়ে নিজেদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। এতে রোনালদোর পর্তুগালের পর ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ আটের টিকিট কাটল ক্রোয়েশিয়া।

গতকাল সোমবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। আগেই জানা গিয়েছিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বিশ্রামে থাকবেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পর্তুগালকে ১-১ গোলে রুখে দেয় ক্রোয়েশিয়া।

এদিন ম্যাচের প্রথমার্ধে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল যায় পর্তুগাল। তবে দ্বিতীয় আর্ধের ৬৫তম মিনিটে ইয়োশকো ভার্দিওল ম্যাচে সমতা টানে। এরপর উভয় দল ম্যাচে আর কোন গোলের দেখা না পেলে ড্র হয় ম্যাচ। আর ১ পয়েন্ট নিয়ে কোনরকমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:

» ব্রাজিলকে বিশ্বসেরা দল উল্লেখ করে যা বললেন আবনার

» বাংলাদেশ-আয়ারল্যান্ড : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

এবারে টুর্নামেন্টে পর্তুগালের কাছে হেরেই আসল শুরু করেছিল দলটি। এরপর পোল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়বারের দেখায় এই তিন দলের কারো সঙ্গেই জয় পায়নি গেল বারের রানার্সআপ দল। উল্টো স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের।

গ্রুপ পর্বে নিজেদের ৬ লড়াইয়ে সমান দুটি করে জয়, ড্র এবং পরাজয়ের স্বাদ পেয়েছে ক্রোয়েশিয়া। এতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। এদিকে ১ পয়েন্টে পিছিয়ে থাকা স্কটল্যান্ড রয়েছে গ্রুপের তৃতীয় অবস্থানে। আর ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে পোল্যান্ড। অপরদিকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার পর্তুগাল।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল