Connect with us
ফুটবল

কোটি টাকা বোনাস পচ্ছেন সাফজয়ী নারীরা

The Ministry of Youth and Sports receives The Saff Champions
সাফজয়ী দলকে বরণ করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। দেশে ফিরেই কোটি টাকা পুরস্কার পেতে যাচ্ছে সাবিনা-ঋতুপর্ণারা।

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের এক কোটি টাকা পুরস্কার দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে চ্যাম্পিয়নদের হাতে এ বোনাসের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

The Ministry of Youth and Sports is awarding a one crore taka prize to the South Asian champions

সাবিনার হাতে এক কোটি টাকার চেক তুলে দিচ্ছেন আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছে। তাদেরকে সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। দেশকে এই বিজয় উপহার দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার দেয়া হবে।’

আরও পড়ুন:

» অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলে না : শান্ত

» ‘এই ট্রফি গোটা বাংলাদেশের মানুষের’- সাফজয়ী কোচ পিটার বাটলার 

সাবিনাদের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও। আগামীকাল সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে তারা। আসিফ বলেন, ‘জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকালে তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন।’

এছাড়া ক্রীড়াক্ষেত্রে নারীদের বেতন নিয়ে যেসব বৈষম্য বা অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে। বিশেষ করে বেতন নিয়ে। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। দ্রুতই সমাধান করব।’

গতকাল (৩০ অক্টোবর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জয় করেছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালেও নেপালকে হারিয়েই প্রথম শিরোপা অর্জন করেছিল বাঘিনীরা।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল