নতুনত্ব ও নানা প্রত্যাশা নিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠেছে। এই ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী দিনে মাঠে আরেকটি ম্যাচ। যেখানে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে ঢাকাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল মিশন শুরু করেছে রংপুর রাইডার্স।
বিপিএলকে আগের চেয়ে আরো জমজমাট ও আকর্ষণীয় করতে শুরু থেকেই কাজ করছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তাই অন্যান্যবারের চেয়ে এবারের বিপিএলকে ঘিরে প্রত্যাশাও বেশি ছিল। তবে প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে বিসিবি?
দর্শকের উপচে পড়া ভিড়
বিপিএলের সবশেষ কয়েকটি আসরে দর্শকের উপস্থিতি ছিল বেশ হতাশাজনক। গত কয়েক আসরে গ্যালারির অধিকাংশ সিট ফাঁকাই রয়ে যেত। বিপিএল কিছুটা জনপ্রিয়তা হারানোয় টিকিট বিক্রিও ছিল কম। তবে এবারের আসরে এই সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
» ঢাকাকে হারিয়ে বিপিএলে দুর্দান্ত শুরু রংপুরের
» মাহমুদউল্লাহর অনুপ্রেরণা পেয়েই জয়সূচক ইনিংস খেলেন ফাহিম
২০২৫ বিপিএলের প্রথম দিনেই মিরপুরে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। যা গত কয়েকটি আসর থেকে তুলনামূলক বেশি। আগামী ম্যাচগুলোতে দর্শকদের আরো বেশি উপস্থিতি দেখা যেতে পারে। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শক উপস্থিত আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাই স্কোরিং ম্যাচ
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটারদের চার-ছক্কার ঝড়। তবে বিপিএলের গত কয়েকটি আসরে বড় রানের ম্যাচ খুব বেশি দেখা যায়নি। বিশেষ করে মিরপুরের পিচে বেশিরভাগ ম্যাচই ছিল ম্যাড়মেড়ে। যেখানে ব্যাটারদের চেয়ে বেশি বোলাররাই সুবিধা পেত। যে কারণে বেশিরভাগ ম্যাচই হতো লো স্কোরিং।
তবে এবার বিপিএল শুরুর আগেই হাই স্কোরিং পিচ বানানোর আভাস দিয়েছিল বিসিবি। আর বিপিএলের উদ্বোধনী দিনেও দেখা গেল হাই স্কোরিং ম্যাচের। প্রথম ম্যাচে দুই ইনিংস মিলে রান হয়েছে ৩৯৭। আর দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৩৪২ রান হয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের যে আমেজ তা দেখা গেছে উদ্বোধনী দিনে।
এছাড়া বিপিএলে আরো বেশকিছু নতুনত্ব এনেছে বিসিবি। এবার দর্শকরা গ্যালারিতে ফ্রি তেই পানি পান করতে পারবেন। এর জন্য ভেন্যুতে থাকছে ‘মুগ্ধ কর্নার’ নামে পানির বুথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধর স্মরণে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১টি বুথ তৈরি করা হয়েছে। বিসিবির এমন উদ্যোগে বেশ উচ্ছ্বসিত দর্শকরা।
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/বিটি