Connect with us
ক্রিকেট

বরিশালে মুশফিক-রিয়াদদের সংবর্ধনায় জনতার ঢল

Champion Fortune Barishal with crowd
চ্যাম্পিয়নদের বরণে বরিশালে জনতার দল। ছবি- ফেসবুক

ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেখানেই খেলা হোক না কেন সর্বত্রই ছুটে গেছেন ফরচুন বরিশালের সাপোর্টাররা। এবার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিয়ে নিজেদের ঘরে ফিরেছে বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের কাছে পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতবেন সমর্থকরা, ধারণা করাই ছিল। বাস্তবেও হলো তেমনটা।

শিরোপা নিয়ে আজ ঘরে ফিরেছে তামিম ইকবালের দল। বরিশালের বেলস পার্ক তাদের সংবর্ধনা দিতে তৈরি হয় রীতিমত জনসমুদ্র। যত দূর চোখ যায়, শুধু লোকে লোকারণ্য। বিপিএলের টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে স্থানীয় ক্রিকেট সমর্থকদের ঢল নামে বেল পার্কের মাঠে। 

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ বিমানে করে ট্রফি নিয়ে বরিশালে পৌঁছায় বিপিএল চ্যাম্পিয়নরা। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলস পার্কের দিকে যায় মুশফিক-রিয়াদরা। বিকেল ৪টার কিছুটা পরে মঞ্চে ওঠেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। এ সময় দেখা যায় ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড়।

আরও পড়ুন:

» ফাইনালের জন্য পেছালেন বিয়ে, তবে জেতা হলো না শিরোপা

» মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে বাঁচালেন এমবাপ্পে

এদিন বিমানবন্দর থেকে ক্রিকেটাররা আগে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের প্রতিষ্ঠানে গিয়ে মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা সকলে। বেলস পার্কের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক দল টহল দিচ্ছে সেই এলাকায়।

মঞ্চে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন ক্রিকেটাররা। এসময় মুশফিকুর রহিম মঞ্চ থেকে দর্শকদের নিয়ে তোলেন এক সেলফি। যা সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভালবাসার জন্য বরিশালকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।’ অবশ্য এরপর দর্শকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুতই মঞ্চ ছেড়ে চলে যান ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট