Connect with us
ক্রিকেট

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের স্বীকৃতি পেলেন কামিন্স ও হেড 

travis head
উইজডেনের স্বীকৃতি পেলেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড

চলছে আইপিএল। ব্যস্ত ক্রিকেট বিশ্ব। অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো ভীষণ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। বছরের শুরুতে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন কামিন্স। এবার স্বীকৃতি পেলেন ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের কাছ থেকে। উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ মনোনীত হয়েছেন কামিন্স। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ‘লিডিং’ ক্রিকেটারের সম্মান পেয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট।

২০২৩ সালজুড়ে ব্যাটে-বলে পারফরম্যান্স ও নেতৃত্ব সফল ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। নিজের পারফরম্যান্সের কারণে হয়েছেন আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার। আইসিসি ও উইজডেনের এই স্বীকৃতি যেন তারই প্রাপ্য ছিল। এবারই প্রথম উইজডেনের এই সম্মাননা পেয়েছেন কামিন্স।

এদিকে উইজেডেনের ‘লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার’ হয়েছেন নারী ক্যারিবিয়ান অলরাউন্ডার হ্যালি ম্যাথিউস। টানা আট টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হওয়ায় অসাধারণ কীর্তি গড়েছেন তিনি গত বছর। ৮৮ গড় ও ১৪৪ স্ট্রাইক রেটে, উইকেট নিয়েছেন ১২ গড়ে।

আইপিএলে হায়দরাবাদের হয়ে রেকর্ডের বন্যা বইয়ে দেয়া ট্রাভিস হেড বর্ষসেরা টেস্ট পারফরম্যান্সের স্বীকৃতি ‘উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স’ জিতেছেন। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন হেড।

এছাড়া উইজডেনের ঐতিহ্যবাহী স্বীকৃতি ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ অস্ট্রেলিয়ান ও ২ ইংলিশ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার উসমান খাজা, মিচেল স্টার্ক ও অ্যাশলি গার্ডনােরে সাথে তালিকায় আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড।’

আরও পড়ুন: হাথুরুসিংহে ফিরছেন না ‘গুঞ্জন’ নিয়ে যা জানালো বিসিবি

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এজেড

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট