সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন প্যাট কামিন্স। এবার বিশ্বকাপে পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে আরও একটি হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ড গড়লেন এই অজি পেসার। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দফায় হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন কামিন্স।
আজ আর্নোস ভেলেতে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। এদিন ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে নিজের হ্যাটট্রিক পূরণ করেন প্যাট কামিন্স। পেতে পারতেন চার বলে চার উইকেট। তবে ডেভিড ওয়ার্নার খারোতের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হলে সেই সুযোগ হারান কামিন্স।
এদিন ১৮তম ওভারের শেষ বলে ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা পান এই অজি পেসার। অফ স্টাম্পের বাইরে করা এক স্লোয়ারে রাশিদ খানকে পরাস্ত করেন তিনি। লং অনে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাশিদ খান। এরপর ইনিংসের এবং নিজের কোটার শেষ ওভার করতে এসে প্রথম বলেই কামিন্স তুলে নেন কারিম জান্নাতের উইকেট।
লং অনে এবারও টিম ডেভিড তালুবন্দি করেন ক্যাচ। পরের ডেলিভারিতেই গুলবাদিন নাঈমের উইকেট তুলে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই অজি পেসার। ডিপ মিড উইকেটে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গুলবাদিন। আর এতে করে বিশ্বকাপের অষ্টম এবং নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের স্বাদ পেলেন কামিন্স। সেটাও কেবল দুদিনের ব্যবধানে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচেও এই কীর্তি গড়েছিলেন তিনি। টাইগারদের সঙ্গে ম্যাচের ১৮ তম ওভারের শেষ দুই বলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসানকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। এরপরের ওভারেই প্রথম বলে তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক করেছিলেন তিনি। চলতি টুর্নামেন্টে সেটি ছিল প্রথম হ্যাটট্রিক। এবার দ্বিতীয়টিও করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক পেয়েছেন যারা:
১. ব্রেট লি (অস্ট্রেলিয়া-২০০৭)
২. কার্টিস চাম্পার (আয়ারল্যান্ড-২০২১)
৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা-২০২১)
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা-২০২১)
৫. কার্থিক মেইয়াপান (সংযুক্ত আরব আমিরাত-২০২২)
৬. জসুয়া লিটল (আয়ারল্যান্ড-২০২২)
৭. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া-২০২৪)
৮. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া-২০২৪)
একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। বৈশ্বিক এই টুর্নামেন্টে এর আগে কোন ক্রিকেটার গড়তে পারেননি এমন কীর্তি।
আরও পড়ুন: চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স
ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এফএএস