আইপিএলের গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে প্যাট কামিন্সকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দারুন পারফরম্যান্সের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই অজি ক্রিকেটার। এবার টুর্নামেন্টের মেগা নিলামের পূর্বে পরিবর্তিত কিছু নিয়ম নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কামিন্স।
আসন্ন আইপিএল ২০২৫ এর মেগা নিলাম এর জন্য বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে বিসিসিআই। এখানে দলগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ক্রিকেটারদের জন্য কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে। যেসব নিয়ম অমান্য করলে আইপিএল থেকে নিষিদ্ধ হতে পারেন খেলোয়াররা। যার জন্য চ্যালেঞ্জ বেড়েছে বিদেশী ক্রিকেটারদের।
আগে প্রায় সময় দেখা যেত নিলাম থেকে পছন্দমত ক্রিকেটার কিনে নেওয়ার পরেও সবাইকে পাচ্ছে না দলগুলো। অনেক ক্রিকেটার মৌসুম শুরুর আগে কিংবা মাঝপথে নিজেদের নাম সরিয়ে নিচ্ছে। এতে করে বিপদে পড়তে হতো ফ্র্যাঞ্চাইজি গুলোকে। সেই ক্ষতি থেকে দলগুলোকে বাঁচাতে নতুন নিয়ম নিয়ে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড।
যেখানে বলা হচ্ছে- কোন ক্রিকেটার যদি আইপিএল নিলামে বিক্রি হয় এবং মৌসুম শুরুর আগে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে আইপিএল খেলা থেকে। এছাড়াও কোনও বিদেশি ক্রিকেটার যদি মেগা নিলামে তার নাম নিবন্ধন না করেন, তবে তিনি পরবর্তী বছরের নিলামে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন:
» ভারত সফর থেকে শিক্ষা নেয়ার কথা বললেন তাওহীদ হৃদয়
» ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন নাজমুল শান্ত
তবে এমন নিয়মের প্রতিক্রিয়ায় প্যাট কামিন্স বলেছেন, যে এই নিয়মটি একটি নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করবে বিদেশি ক্রিকেটারদের জন্য। কারণ তার নিজের কাছে প্রধান অগ্রাধিকার টেস্ট ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে আইসিসি টুর্নামেন্টে খেলা। তবে এর আগে কখনও নিলামের পর নিজের নাম প্রত্যাহার করেননি বলেও জানিয়েছেন এই অজি ক্রিকেটার।
সিডনি মর্নিং হেরাল্ডকে প্যাট কামিন্স বলেন, ‘নিয়মের সামান্য পরিবর্তন হয়েছে, তবে আমি জানি না অতীতে এটা আমার জন্য কোনও পার্থক্য করত কি না। নিলামের পর আমি কখনও আমার নাম প্রত্যাহার করিনি। তবে টেস্ট ক্রিকেট অবশ্যই এক নম্বর অগ্রাধিকার, বিশ্বকাপও তার উপরে। আমি আমার সময়সূচী বাকি পরিকল্পনা এই দুটোকে আগে রেখে ব্যবহার করব।’
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এফএএস