বিশ্ব ক্রিকেটে দাপুটে দল অস্ট্রেলিয়া। যে দলে তরুণদের সুযোগ পাওয়া যেন এভারেস্ট জয় করার মতো ব্যাপার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো বহু পরীক্ষা দিয়ে তবেই মেলে সুযোগ। কিন্তু সবাইকে চমকে দিয়ে ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে মাত্র ১৯ বছর বয়সে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। অভিষিক্ত কনস্টাসকে চাপ নিতে নিষেধ করেছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মতো দলের জন্য এতো কম বয়সে কারো টেস্ট অভিষেক হওয়া খুবই বিরল। স্যামের এমন অভিষেক ঘিরে দলের ভেতরে-বাইরে রয়েছে উত্তেজনা ও প্রত্যাশা। তরুণ এই ব্যাটারকে প্রেরণা জোগাতে এবং তার মানসিক চাপ কমাতে অধিনায়ক প্যাট কামিন্স দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।
অভিষেকের আগে স্যামকে দেওয়া এক বিবৃতিতে কামিন্স বলেন, “তোমার বয়স যতই হোক না কেন, তুমি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। নিজের খেলায় মনোযোগ দাও, প্রতিটি মুহূর্ত উপভোগ করো, এবং ভুল থেকে শেখার চেষ্টা করো। এখানে তুমি নিজের যোগ্যতাতেই এসেছো, তুমি প্রতিভাবান বলেই তোমাকে সুযোগ দেয়া হয়েছে।সুতরাং কোনো চাপ নিও না।”
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির ‘মাস্ট ওয়াচ’ ম্যাচে আছে আফগানিস্তান, নেই বাংলাদেশ
» কনস্টাসকে থামাতে না পেরে কোহলির ধাক্কা! চটেছেন সাবেকরা
» ২০২৪ সালে বাংলাদেশের ঝুলিতে ৬ শিরোপা, কোনটা এলো কীভাবে?
কনস্টাস অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। তরুণ এই ব্যাটার তার শক্তিশালী টেকনিক, দ্রুতগতির শট নির্বাচন, এবং মানসিক দৃঢ়তার জন্য পরিচিত। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন চাপের পরিস্থিতিতে অভিষেক করা সহজ নয়। বিশেষ করে যখন দলের ওপেনাররা ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন। প্রথম তিনটি টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনাররা কোনো বড় জুটি গড়তে পারেননি। এটি দলের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে এবং মিডল অর্ডারের ব্যাটারদের উপর দায়িত্ব বাড়িয়েছে।
এদিকে ভারতের বোলিং আক্রমণ বরাবরই ভয়ংকর। তাদের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দারুণ ছন্দে আছেন। পাশাপাশি বুমরাহ, আকাশদ্বীপ ও মোহাম্মদ সিরাজের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য বড় হুমকি। এমন পরিস্থিতিতে কনস্টাসের জন্য ব্যাট হাতে দাঁড়িয়ে দলকে এগিয়ে নেওয়া সহজ হবে না। কিন্তু স্যাম কনস্টাসের আত্মবিশ্বাস এবং টেকনিক দেখে দলের সিনিয়র খেলোয়াড়রা তার ওপর ভরসা করছেন।
অধিনায়ক কামিন্স বলেন, “স্যাম হয়তো নতুন, কিন্তু তার মধ্যে রয়েছে দুর্দান্ত প্রতিভা এবং ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা। আমরা তার জন্য সময় দিতে প্রস্তুত।”
অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই স্যাম কনস্টাসকে নেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে কনস্টাসের পারফরম্যান্স তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হতে পারে। চাপের মুহূর্তে তার শট নির্বাচন এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা প্রমাণ করবে যে তিনি কতটা প্রস্তুত।
অবশ্য প্রথম টেস্টের প্রথম ইনিংসেই দিয়েছেন আগমনী বাণী। ৬৫ বলে ৬০ রানের ছন্দময় একটি ইনিংস উপহার দিয়েছেন। বুমরাহ-সিরাজদের সামলে ২টি ছক্কা ও ৬টি দর্শনীয় চারের ইনিংস খেলেছেন। ফিরে গেছেন জাদেজার ঘূর্ণিতে।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/আইএইচআর/এজে