দুই হারে বিশ্বকাপ শুরু। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। অন্যদিকে ঘরের মাঠে দোর্দণ্ড প্রতাপে সবগুলো জয়ে ফাইনালে ভারত। এই দুই পরাশক্তির ফাইনাল আজ। ভারতের সামনে তৃতীয় ও অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য।
রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ফাইনাল। দুপুর আড়াইটায় শুরু হবে শিরোপার লড়াই। এর আগে টস জিতেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। আগে ব্যাট করবে ভারত।
এর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত। সেবার দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয় ভারত। সেবার গাঙ্গুলীকে কাঁদিয়েছিল রিকি পন্টিং বাহিনী। এবার রোহিত শর্মা বাহিনীর সামনে প্যাট কামিন্সের ক্ষধুার্থ এক অজি বাহিনী।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ও জশ হ্যাজলউড।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল: নজর রাখবেন কাদের দিকে?
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এজে