সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছে ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানি। রোববার (৪ আগস্ট) প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান নিজের ফেসবুক পোস্টে সাকিবের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক পোস্টে লিখেছেন, ‘আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সঙ্গে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকলের এই সম্মিলিত দাবির সাথে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন অনেক ক্রিকেটাররাই। তবে এ নিয়ে নীরব ছিলেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। যাকে তরুণ প্রজন্ম আইডল মানে, যাকে অনুসরণ করে কোটি কোটি মানুষ, তার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে তার ভক্তরাও। এর ফলে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যকে অনেক ট্রল করা হয়েছে। এমনকি অনেকে তাকে বয়কটও করেছেন।
বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় অবস্থান করছেন সাকিব। অবশ্য সেখানেও এক ভক্তের তোপের মুখে পড়েন এই তারকা ক্রিকেটার। সম্প্রতি এক টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাকিব ড্রেসিংরুমে যাওয়ার সময় তাকে প্রশ্ন করেন সে ভক্ত।
দেশে চলমান পরিস্থিতি নিয়ে সাকিব কেন নীরব? সেটাই জানতে চেয়েছিলেন এই প্রবাসী ভক্ত। তবে সাকিব কিছুটা রেগে গিয়ে তাকেই উলটো প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এরপর ভক্ত বলেন, ‘আমি তো আর এমপি না। আমার পরিবারের দায়িত্ব নিয়েছি আমি। ’ তবে এরপর কোনো উত্তর না দিয়ে সাকিব আবারো প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি ঠিক করেন।
ওই ভক্তের সঙ্গে সাকিবের এমন আচরণ দেখে আরও ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৪/বিটি