Connect with us
ফুটবল

চাকরি হারালেন দরিভাল, কে হবেন ব্রাজিলের নতুন কোচ?

Who is in the running for Brazil's new coach
ব্রাজিলের নতুন কোচের দৌড়ে যারা আছেন। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্সের অভাব, বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের লজ্জাজনক হারের পর অবশেষে চাকরি হারালেন দরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে তার বিদায় নিশ্চিত করেছে। এখন বড় প্রশ্ন—কে হচ্ছেন তার উত্তরসূরি?

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে সম্ভাব্য কোচদের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে সেলেসাওদের ডাগআউটে দেখার ইচ্ছা আগেও প্রকাশ করেছিল সিবিএফ। তবে আনচেলত্তি রিয়ালে থাকতে আগ্রহী এবং ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়নের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সৌদি ক্লাব আল-হিলালের বর্তমান কোচ জর্জ জেসুসও অন্যতম প্রার্থী। ২০১৯-২০ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোচিং করিয়ে সফলতা পেয়েছিলেন তিনি। যদিও নেইমারের সঙ্গে সম্পর্কের জটিলতা তার নিয়োগের পথে বাধা হতে পারে।

আরও পড়ুন:

» দরিভালকে বরখাস্ত করে যা জানাল ব্রাজিল

» ফুটবলবড় জয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠলো হামজার শেফিল্ড

ব্রাজিলের ঘরোয়া ফুটবলের তিনজন কোচও আলোচনায় আছেন—ফিলিপ লুইস, রেনাতো গাউচো ও আবেল পেরেইরা। ফিলিপ লুইস ফ্ল্যামেঙ্গোকে শিরোপা এনে দিয়ে আলোচনায় এসেছেন, রেনাতো গাউচোর চুক্তি মৌসুম শেষে শেষ হবে, আর পালমেইরাসের কোচ হিসেবে আবেল পেরেইরা ইতিমধ্যেই বেশ সফল।

তবে সবচেয়ে চমকপ্রদ নামটি হচ্ছে পেপ গার্দিওলা। বিশ্বের অন্যতম সেরা কোচকে ব্রাজিলের সঙ্গে জড়িয়ে একসময় সংবাদ হয়েছিল। তবে তখন তিনি এই দলটির কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সিদ্ধান্ত বদল হতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সিবিএফ শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানা গেছে। তবে ব্রাজিলিয়ান ফুটবলের সংকট কাটাতে যে শক্তিশালী একজন কৌশলী প্রয়োজন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ফিরে পেতে বড় বিশেষজ্ঞ নামই ডাগআউটে পেতে চাইবে ব্রাজিল।

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল