দলের মাঝি হলে ২০১২—২০১৬ টি-টোয়েন্টির বিশ্ব সেরার মুকুট নিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপে। সেই ড্যারেন সামি এবার টিম ওয়েস্ট ইন্ডিজের হয়ে নতুন ভূমিকায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এ ইন্ডিজদের হেডমাস্টার তিনি। এবার কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ড্যারেন স্যামি।
ঘরের মাঠে বিশ্বকাপ তাই ক্যারিবিয়ানদের প্রত্যাশার পারদও তুঙ্গে। এবার সেই হাওয়ায় গা ভাসিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে নিজেদের সামর্থ্য ভালো করেই পরখ করে নিয়েছে দলটি। পাওয়ার হিটারে ঠাঁসা ইন্ডিজদের অনুপ্রেরণা যোগাচ্ছে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে দবল ধোলাইয়ের সুখস্মৃতি। সিরিজে ৩-০ ব্যবধানে জয় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে রভমান পাওয়ালের শিবিরকে।
এদিকে যেই দলটি ভারতের মাটিতে সর্বশেষ এক দিনের বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই হতাশার বৃত্ত ভেঙে দলটি এখন নতুন বিশ্ব জয়ের স্বপ্ন বুনতে তাদেরই এক কিংবদন্তির হাত ধরে।
আরও পড়ুন :
» টি-টোয়েন্টি বিশ্বকাপ : এবারের আসরে থাকছে যত নিয়ম
» ১০০ রানের আগে উইকেট না হারিয়েও ১৪৩ রানে অলআউট বাংলাদেশ
এরবার কোচ ড্যারেন স্যামি তার শিষ্যদের নিয়ে বেশ আশাবাদী—বিশ্বকাপ দুয়ারে রেখে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এই বিশ্বকাপটি জয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। এই দলটাকে নিয়ে এক বছর ধরে ভালো কাজ করেছি। কিছু ক্রিকেটারকে খুঁজে বের করেছি, তারাই ম্যাচ জেতাতে সক্ষম। আমার মনে হয়, এবারের আসরে পুরো বিশ্বকে আমরা নাড়িয়ে দেব।
এবারের বিশ্ব আসরটির যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আসরের পর্দা উঠবে ২ জুন। উদ্বোধনী দিনেই শিরোপা মিশনে মাঠে নামবেন পাওয়ালরা। সহজ প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। সি-গ্রুপে ইন্ডিজদের প্রতিপক্ষ আফগানিস্তান, উগান্ডা ও নিউজিল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/এসএ