চলছে বিশ্বকাপ আর স্বস্তিতে নেই লঙ্কান ক্রিকেটারা। একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে তারা। বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে বাদ পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচের আগেই আবার নতুন করে ইনজুরি হানা দিয়েছে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লংকান কাপ্তান দাসুন সানাকা।
এবারের বিশ্বকাপটা কোনভাবেই সুখকর হচ্ছে না লঙ্কারদের জন্য। তাদের দলটা পুরো শক্তি নিয়ে বিশ্বকাপে আসতে পারেনি। দলের সেরা অলরাউন্ডার বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়া যে দলটা নিয়ে তারা বিশ্বকাপে এসেছে সেখানেও সবাই পুরোপুরি ফিট নয়। ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি মহেশ থিকশানা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগে ক্যাপ্টেন সানাকাই এবার ইনজুরিতে পড়েছে। উরুর চোটে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। এমন অবস্থায় তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে আরেকটি হোঁচট খেলো। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড । তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন রিজার্ভ তালিকায় থাকা চামিকা করুনারত্নে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সানাকার পরিবর্তে দলটিকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক কুসল মেন্ডিস। ব্যাট হাতে বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। দুই ম্যাচে সংগ্রহ করেছেন ১৯৮ রান।
এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে লঙ্কাররা। সোমবার (১৫ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে জয়লাভ করে কিছুটা স্বস্তিতে ফিরতে চায় লঙ্কা বাহিনী।
আরও পড়ুন: দুর্ভাগ্য পিছু ছাড়ছে না উইলিয়ামসনের!
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমটি/এজে