Connect with us
ক্রিকেট

বিপিএলের ফাইনালে খেলছেন ডেভিড মিলার

David Miller
ডেভিড মিলার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা নামতে বাকি আর মাত্র একটি ম্যাচ।  আগামীকাল (শুক্রবার) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে। ফাইনালে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ফরচুন বরিশাল।

দু’টি দলই কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে। শিরোপা উঁচিয়ে ধরতে আর মাত্র একটি জয়ের অপেক্ষা। এমন পরিস্থিতিতে দলের সমর্থকদের জন্য নতুন সুখবরই উপহার দিল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের চলতি আসরে প্লে অফে বরিশালের সঙ্গে যোগ দেন মারকুটে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। ফরচুনদের সাথে তার চুক্তি ছিল ২ ম্যাচ খেলার। কেননা আগামী ৩ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই হার্ড হিটার ব্যাটার।

ফলে টানা দুই জয়ে বিপিএলের ফাইনালে চলে যাওয়া বরিশালের শিবিরে মিলারকে না পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব আশঙ্কা কাটিয়ে মিলারকে ফাইনালের জন্য রাজি করাতে সক্ষম হয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি। পহেলা মার্চের ফাইনালে যে মিলার খেলছেন সে তথ্য আজ (বৃহস্পতিবার) নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে নিশ্চিত করে তারা লিখেছেন, ‘দুর্দান্ত একটি ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করুন। মিস্টার কিলার ডেভিড মিলার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটি খেলবেন।’

উল্লেখ্য, এবারের আসরে দেশি-বিদেশি ক্রিকেটারদের মিশেলে দারুণ দল গঠন করেছে ফরচুন বরিশাল। আসরে শুরুর দিকে কিছুটা বাজে সময় পার করলেও সময়ের সাথে সাথে ঠিকই গুছিয়ে উঠেছে দলটি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, সৌম্য সরকার, সাইফুদ্দিনের মত জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের পসরা সাজিয়েছে ফরচুনরা।

আরও পড়ুন: বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল কত পাবে? 

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট