দুই দিন আগে শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এখনো বিমর্ষ হয়ে আছেন কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থক। পুরো আসর জুড়ে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে আসা স্বাগতিক দলের সাফল্যে পুরো দেশই উৎসবের নগরীতে রূপ নিয়েছিল।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরও আশা ছিল দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের সোনালী ট্রফি আবারও ঘরে তুলবে টিম ইন্ডিয়া। কিন্তু কোটি কোটি ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল।
এদিন পুরো আসর জুড়ে উড়তে থাকে স্বাগতিকদের একদম মাটিতে নামিয়ে আনেন রেকর্ড ৬ বারের ওয়ানডে চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে সবগুলো ম্যাচ জয়ের পর সেমিফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পায় রোহিত শর্মার দল। আর একটি মাত্র ম্যাচ জিতলেই বহুল আকাঙ্ক্ষিত সোনালী ট্রফি ঘরে তুলবে ভারত। ভক্ত-সমর্থকরাও অধীর অপেক্ষায় প্রহর গুণছিল কেননা মঞ্চও তখন প্রস্তুত।
স্টেডিয়ামে লক্ষাধিক সমর্থকদের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেক বলিউড তারকারাও মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার আশায় উপস্থিত ছিলেন। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক ভক্তদের স্তব্ধ করে দিয়ে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় ম্যাকডোনাল্ডের শিষ্যরা। এর ফলে রেকর্ড ষষ্ঠ বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল অস্ট্রেলিয়া।
আর অন্য দিকে তীরের এতো কাছে গিয়ে তরী ডোবার কষ্ট যেন ভুলতেই পারছেন না ভারতীয় সমর্থকরা। এক ভারতীয় সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, ‘ওয়ার্নার তাদের মন ভেঙে দিয়েছেন।’ তবে এর জবাব দিতে ওয়ার্নারও মোটেই সময় নেননি। জবাবে এই তারকা লেখেন, ‘আমি ক্ষমা চাচ্ছি। অসাধারণ একটি ম্যাচ খেললাম আমরা। দুর্দান্ত পরিবেশ ছিল। ভারত খুব ভালো প্রতিযোগিতার আয়োজন করেছে৷ আপনাদের সকলকে ধন্যবাদ।’
ওয়ার্নারের এমন উত্তরের পরই অবশ্য সেই সমর্থক তার লেখা পোস্টটি মুছে ফেলেন। তবে এমন বিনয়ী আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন এই অজি তারকা ওপেনার। ২০২৩ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দারুণ খেলেছেন ওয়ার্নার। আসরে ১১ ম্যাচে ৫৩৫ রান সংগ্রহ এই অজি হার্ড হিটারের।
আরও পড়ুন: ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএস/এমটি