আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার গ্রেট ওপেনার ডেভিড ওয়ার্নার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন তিনি। তবে তার আগে আজ নিজের টি-টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরিকে রাঙিয়েছেন ঝড়ো ফিফটি দিয়ে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। তবে এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে অজি ব্যাটাররা। ওপেনিংয়ে নেমে মাত্র ২২ বলে ওয়ার্নার তুলে নিয়েছেন নিজের ২৫তম টি-টোয়েন্টি ফিফটি।
এর আগে ডেভিড ওয়ার্নার নিজের শততম টেস্ট ম্যাচে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০০ রান। এছাড়া নিজের শততম ওয়ানডে ম্যাচেও বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১২৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে শততম টি-টোয়েন্টিতেও দেখালেন ঝলক।
আজ গোটা ইনিংসে ৩৬ বল মোকাবেলা করে ডেভিড ওয়ার্নার করেছেন ৭০ রান। এমন ঝলমলে ব্যাটিং প্রদর্শনের দিন তিনি হাকিয়েছেন ১২টি চার এবং ১টি ছক্কার মার। ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে স্বস্তি ফেরানোর চেষ্টা করেন আলজারি জোসেফ।
ম্যাচের ১৩তম ওভার জোসেফের স্লোয়ার বাউন্সার পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়ার্নার। তবে এরপর টিম ডেভিডের ১৭ বলে ৩৭ রানের ক্যামিয় ইনিংস এবং ম্যাথিউ ওয়েডের ১৪ বলে ২১ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের বড় টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে এখন ব্যাট করছে ক্যারিবিয়ানরা।
আরও পড়ুন: উয়েফা নেশন্স লিগের ড্র; কঠিন গ্রুপে ইতালি, ফ্রান্স ও বেলজিয়াম
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস