বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দল সদ্য ওয়ানডে বিশ্বকাপ আসর শেষ করলেও বিশ্রামের খুব একটা ফুরসত পাচ্ছে না। আগামী ২৩ তারিখ থেকে ভারতের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সে জন্য বিশ্বকাপজয়ী ওপেনার ডেভিড ওয়ার্নারসহ বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে শুরুতে ডেভিড ওয়ার্নারকে খেলানোর কথা থাকলেও পরবর্তীতে তাকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। আগামী ডিসেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন এই অজি ওপেনার। সেই সিরিজে মানসিকভাবে যেন সতেজ থাকতে পারেন সেজন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
বিশ্বকাপজয়ী অজি কাপ্তান প্যাট কামিন্সসহ মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকেও বিশ্রাম দিয়েছে ক্রিকেট বোর্ড। মিচেল মার্শ এবং ক্যামেরুন গ্রিনও বিশ্রাম পেয়েছেন। তাদের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারসহ পুরনো কয়েক জন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে ভারত সিরিজে।
ভারতের বিপক্ষে সিরিজে বিশ্বকাপজয়ী দলের অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, শন এ্যাবোট রয়েছেন।
অস্ট্রেলিয়ার টি-২০ দল:
ম্যাথু ওয়েড (অধিনায়ক), কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টয়নিস, অ্যারন হার্ডি, জেসন বেহরেনড্রফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংলিস, তানভির সাংঘা, ম্যাথু মট, অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: নির্ধারিত হলো কোপার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএস/এমটি