চলতি বিপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তামিম ইকবালের। অ্যালেক্স হেলস ও সাব্বির রহমানের সঙ্গে রেগে যাওয়ার ঘটনার রেশ না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। গতকালকের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে দলের সতীর্থ ডেভিড মালানের সঙ্গেও রাগান্বিত রূপে দেখা যায় তামিমকে।
মূলত চিটাগংয়ের বিপক্ষে রানতাড়ায় নেমে শুরুর দিকে রানআউটের শিকার হয়ে ফিরে যান তামিম। ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই উইকেট দিয়ে আসতে হয়েছিল তাকে। এসময় কিছুটা মনঃক্ষুণ্ন হতে দেখা যায় তাকে। এরপর মালানকে রাগান্বিত হয়ে কিছু একটা বলতে শোনা যায়।
এই ঘটনার পর অনেকেই ধারণা করেন মালানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তামিম ইকবাল। তবে এমন কিছুই ঘটেনি। আজ সোমবার (২০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে মূল ঘটনা তুলে ধরেন তামিম। তিনি জানান, মালান তাকে নয় বরং প্রতিপক্ষের কোনো এক ফিল্ডারকে জবাব দিয়েছিলেন।
আরও পড়ুন:
» হঠাৎ রাজশাহীর অধিনায়ক পরিবর্তন, দায়িত্ব পেলেন যিনি
» ‘ভুয়া’ স্লোগানের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন লিটন
এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন মালান। এই ইংলিশ তারকাও জানিয়েছেন একই কথা। তামিমের সঙ্গে কোনো ঝামেলা হয়নি তার। তামিমের রানআউটের পর প্রতিপক্ষের কোনো এক ফিল্ডারকে জবাব দিতে গিয়েই রাগান্বিত হয়ে কিছু একটা বলেন মালান।
চট্টগ্রামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে মালান বলেন, ‘এটা একদমই সত্য নয়। তামিম আমাকে কিছুই বলেনি। আউটের পর আমি হাত তুলে তাকে সরি বলেছিলাম। এরপর তামিম চলে যায় এবং আমি প্রতিপক্ষের অন্য খেলোয়াড়ের সঙ্গে কথা বলছিলাম। ওর সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’
মালান আরও বলেন, ‘তামিমের আউটের পর আমি হতাশ ছিলাম। এসময় প্রতিপক্ষের একজন ক্রিকেটার আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। তখন সেটার জবাব দিয়েছি আমি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি যেটা পুরোপুরি মিথ্যা। আপনি চাইলে পুরো দলকে এ ব্যাপারে জিজ্ঞেস করে দেখতে পারেন।’
এর আগে তামিম এক ফেসবুক পোস্টে মূল ঘটনাটি জানিয়ে লেখেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’
একই পোস্টে আরও বড় ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন খান সাহেব।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি