Connect with us
ক্রিকেট

ডি কক-ডুসেনের শতকে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৫৭ রান

South Africa
কুইন্টন ডি কক ও ভন ডার ডুসেন। ছবি- ইএসপিএন ক্রিকইনফো

২০২৩ বিশ্বকাপের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপের কথা বললে সবচেয়ে বেশি যে দলের নাম শোনা যাবে সেটা দক্ষিণ আফ্রিকা। ভারত বিশ্বকাপে এসে ডি কক, ডুসেন, ক্লাসেনরা যে এতোটা অগ্নিমূর্তি ধারণ করবে তা কি কেউ আদৌ ভেবেছিলো!

আসরে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে ভারতের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

বোলিংয়ের শুরুটাও ভালোই করে কিউইরা। ৮ ওভার ৩ বলে দলীয় ৩৮ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজ ঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। কিউইদের বোলিংয়ের সুসময় ঐ পর্যন্তই। এরপর দ্বিতীয় উইকেটে ২০০ রানের রেকর্ড জুটি গড়ে ডি কক-ডুসেন। আসরে নিজের চতুর্থ শতক তুলে নেন নিজের শেষ ওডিআই বিশ্বকাপ খেলতে নামা প্রোটিয়া উইকেটরক্ষক। ১১৬ বলে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডি কক।

ভন ডার ডুসেন ১১৮ বলে ১৩৩ করে আউট হন টিম সাউদির বলে। তবে এই দুই সেঞ্চুরিয়ান যতক্ষণে সাজ ঘরে ফিরেছেন, ততক্ষণে আরেকটি তিনশ’ পেরোনো ইনিংস হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। আজকের ইনিংস মিলে এ পর্যন্ত খেলা ৭ ম্যাচের মধ্যে ৫ বারই তিনশো পেরোনো ইনিংস খেলেছে দক্ষিণ আফ্রিকা। ডুসেন আউট হয়ে গেলে শেষ দিকে ডেভিড মিলারের ৩০ বলে ৫৩ রানের ঝড়ে ৩৫৮ রানের লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ডের সামনে। ৫০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ৩৫৭ রান।

কিউই বোলার টিম সাউদি খরুচে বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট এবং জিমি নিশাম ১ টি করে উইকেট পান।

আরও পড়ুন: হারের বৃত্তে বাংলাদেশ, সহজ জয় পেল পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট