Connect with us
ক্রিকেট

বাংলাদেশের কাছ থেকে ‘অঘটন’ আশা করেন ডি ভিলিয়ার্স

AB de Villiers talk about Bangladesh team
বাংলাদেশ দল নিয়ে কথা বললেন ডি ভিলিয়ার্স। ছবি- সংগৃহীত

আর মাত্র তিন দিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পাকিস্তানের মাটিতে। এরই মধ্যে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। আলোচনা চলছে বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য কাদের দল কেমন হলো। এবার বাংলাদেশ দল নিয়ে নিজের মতামত জানালেন দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশকে তার কাছে বেশ ভারসাম্যপূর্ণ একটি টিম মনে হয়। তবে টুর্নামেন্ট জয়ের মতো কিছু করে ফেলবে দলটি, তেমনটাও মনে করেন না তিনি। এমনকি টাইগারদের জয় গুলোকে অঘটন হিসেবেই দেখবেন তিনি। আর এমন অঘটন প্রতিনিয়ত ঘটানোর জন্য শান্ত বাহিনীকে শুভকামনাও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ভারসাম্যপূর্ণ একটি দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।’

আরও পড়ুন:

» রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাহিম

» পেনাল্টিতে সবার উপরে রোনালদো, কোথায় আছেন মেসি-নেইমার?

বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করেন তিনি, ‘তাদের সামর্থ্য আছে অঘটন ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও অসাধারণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। তবে আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।’

‘বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’– যোগ করেন ডি ভিলিয়ার্স।

এর আগে অস্ট্রেলিয়ান সাবেক তারকা রিকি পন্টিংও বলেছিলেন একই ধরনের কথা। যেখানে তিনি বাংলাদেশের কোন সম্ভাবনা দেখছেন না বলে সরাসরি জানান আইসিসির এক পডকাস্টে। এমনকি টাইগারদের তুলনায় আফগানিস্তানকেও এগিয়ে রাখেন সেই অজি তারকা। অবশ্য দলের সাম্প্রতিক উন্নতির কথা তুলে ধরে পাল্টা বক্তব্য দিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট