সবাইকে অনেকটা অবাক করে দিয়েই ২০১৮ সালে অবসরের ঘোষণা দেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেও বেশ কিছুদিন চালিয়ে যান ফ্রাঞ্চাইজি ক্রিকেট। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতাতে থাকা এই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তাবও দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
২০১৯ বিশ্বকাপে ডি ভিলিয়ার্সকে খেলাতে চেয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ২০২১ সালে গুঞ্জন উঠেছিল আবারও মাঠে ফিরতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। আইপিএল থেকেও সরে দাঁড়ান ২০২১ সালের পর। সব ধরনের পেশাদার ক্রিকেট ছাড়ার প্রায় আড়াই বছর পর অবসরের বিষয়ে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করলেন ভিলিয়ার্স।
তিনি জানান, ক্যারিয়ারের শেষ দুই বছর মূলত এক চোখের দৃষ্টি দিয়েই খেলা চালিয়ে গেছেন তিনি। কেননা তার অপর চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল। যাতে করে তার দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। উইজডেন ক্রিকেট মন্থলিকে এ বিষয়ে জানান ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স বলেন, ‘দুর্ঘটনাবশতই আমার ছোট ছেলে গোড়ালি দিয়ে আমার চোখে আঘাত করে। এর পর থেকেই ক্রমশ ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকি। যখন আমি অস্ত্রোপচার করাই, ডাক্তার অবাক হয়ে আমার কাছে জানতে চান, কীভাবে এই চোখ নিয়ে আমি ক্রিকেট খেলে চালিয়ে যাই। সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ দুই বছর আমার বাম চোখ অসাধারণ কাজ করে।
এবি ডি ভিলিয়ার্স তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্টে মাঠে নেমে ৫০.৬৬ গড়ে সংগ্রহ করেন ৮৭৬৫ রান। ওয়ানডেতে ২১৮ ইনিংসে ব্যাট করে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতেও ৭৮ ম্যাচে করেন ১৬৭২ রান। তিন ফরমেট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে তার সেঞ্চুরি সংখ্যা ৪৮ টি ও হাফ সেঞ্চুরি ১০৯ টি।
আরও পড়ুন: কোপা আমেরিকা: দেখে নিন আর্জেন্টিনা-ব্রাজিল কোন গ্রুপে
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৩/এসএফ/এজে