Connect with us
ক্রিকেট

কোহলির আউট নিয়ে বিতর্ক, কী বলছে নিয়ম?

আউটের সিদ্ধান্তে আম্পায়ারের সঙ্গে কোহলির বিতর্ক। ছবি- ইএসপিএন

এবারের আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু হট ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও আশানুরূপ কোন ফলাফল পায়নি। ৭ ম্যাচে ১ জয়ে পাহাড় সমপরিমাণ প্রত্যাশা নিয়ে গতকাল কলকাতার বিপক্ষে ইডেনের মাঠে নেমেছিল তারা। কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করে ২২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় বিরাট কোহলিদের।

বড় লক্ষ্যমাত্রা সামনে রেখে ভালো শুরুর পথে এগোচ্ছিল কোহলি। স্টার্কের প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ভারতের এই তারকা ব্যাটার। আউট হওয়ার পূর্বে ৬ বলে ৩০০ স্ট্রাইক রেটে ১৮ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার।

হারশিত রানার বল হাই ফুল টস পেলে সজোরে হাকানোর চেষ্টা করেন ব্যাঙ্গালুরুর এই ওপেনার। কিন্তু ব্যাটে বলে ভালো কানেকশন না হওয়ায় বোলার ক্যাচ তালু বন্দি করেন নিজেই। আম্পায়ার মাইকেল গফ আউটের সিদ্ধান্ত নিলেই মেজাজ হারিয়ে তর্ক শুরু করেন বিরাট কোহলি এবং ব্যাঙ্গালুর ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস।

তবে গফ আউটের সিদ্ধান্তের কারণ ম্যাচ চলাকালীন সময়েই ব্যাখ্যা করেছেন। হক-আই প্রযুক্তিতে হারশিত রানার ওই ডেলিভারি বৈধ ছিল। কেননা এই পদ্ধতি দেখায় ব্যাটার যদি ক্রিজে থাকতো তাহলে বলের উচ্চতা হতো ০.৯২ মিটার। তবে বিরাট কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। অর্থাৎ বিরাট কোহলি ক্রিজের ভেতরে থাকলে বল কোমরের নিচ দিয়ে যেত। আইসিসি নিয়ম অনুসারে যা বৈধ। সে কারণে স্বাভাবিকভাবেই মাইকেল গফ আউটের সিদ্ধান্ত নিয়েছেন।

Virat Kohli out decision check

বিরাটের আউট হওয়া বলটি বৈধ ছিল কিনা চেক করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের আইপিএলে ফুল টস বিষয়ক বিতর্কে জন্য নতুন একটি প্রযুক্তি এনেছে। ব্যাটার পপিং ক্রিজে থাকা সময়ই বলের উচ্চতা মাপা হয় এই পদ্ধতিতে। তারপর ওই বলটি ব্যাটারের উচ্চতার সাথে মেলানো হয় স্বয়ংক্রিয় এই পদ্ধতিতেই। বলের উচ্চতা ব্যাটারের কোমরের উচ্চতা থেকে বেশি হলে নো বলের সিদ্ধান্ত দেয় আম্পায়ার।

কোহেলির ক্ষেত্রে বিসিসিআই এর এই নতুন পদ্ধতিতে দেখা যায়, ব্যাটারের কোমরের ০.১২ মিটার নিচ দিয়ে বল পপিং ক্রিজ পার করবে। সবকিছু বিবেচনা করেই মাইকেল গফ আউটের সিদ্ধান্ত নেন। মূলত এসব কারণে বিরাট কোহলির আউটটি ছিল বৈধ।

আরও পড়ুন: ইতিহাস গড়া হলো না ‘পুঁচকে’ কভেন্ট্রির

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/এইচআই/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট