Connect with us
ক্রিকেট

১৪ বছর বয়সেই বাংলাদেশের হয়ে অভিষেক: কে এই হাবিবা?

Habiba Debut for Bangladesh at the age of 14
মাত্র ১৪ বছর বয়সে অভিষেক হয়েছে হাবিবা ইসলাম পিংকির। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে কম বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা ক্রিকেটারদের সংখ্যাটা খুব বেশি নয় । সাধারণত তুলনামূলক বেশি প্রতিভাবান ক্রিকেটাররাই কম বয়সে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান। এবার এমনই এক প্রতিভাবান নারী ক্রিকেটার মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

আজ (সোমবার) ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হাবিবা ইসলাম পিংকির। এসময় তার বয়স ছিল ১৪ বছর ৩৪০ দিন।

হাবিবা ইসলাম পিংকি একজন ডান হাতি পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার উইকেট রয়েছে ২টি। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও তার প্রতিভার কারণেই কম বয়সে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

সম্প্রতি বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় হাবিবার প্রতিভা ঘিরে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি দুই বছর আগেই এক ম্যাচে হাবিবার খেলা দেখে বুঝে গিয়েছিলেন সে একদিন জাতীয় দলে খেলবে।

অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে কম বয়সে অভিষেক হওয়া দ্বিতীয় ক্রিকেটার হাবিবা। এর আগে ২০১৯ সালে মাত্র ১৪ বছর ২৬৮ দিন বয়সে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল রাবেয়া খানের।

আর বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত হওয়া ক্রিকেটার জার্সির নিয়া গ্রেগ। মাত্র ১২ বছর ৪০ দিন বয়সে অভিষেক হয়েছে তার। আর আইসিসির পূর্ণ সদস্য পাওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছে গ্যাবি লুইসের। মাত্র ১৩ বছর ১৬৬ দিন বয়সে তার আয়ারল্যান্ডের জার্সিতে অভিষেক হয়।

আরও পড়ুন: সাকিবের মাইলফলকের দিনে ৮ উইকেট নিয়ে নজর কাড়লেন রাজা 

ক্রিফোস্পোর্টস/৬মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট