
বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত তাকিয়ে আছে যে ম্যাচের দিকে, সেই ম্যাচ মাঠে গড়াচ্ছে কিছুক্ষণ পরই। ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ। খুশির খবর হলো এই ম্যাচে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। কিন্তু দুঃখের বিষয় হলো শুরুর একাদশে নেই এতোদিনের ভরসাযোগ্য মিডফিল্ডার জামাল ভূইঁয়া।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটি গুরুত্বের সাথে নিয়েছে ভারতও। তাই তো অবসর ভেঙে ফিরেছে দলটির ভরসাময় তারকা সুনীল ছেত্রী। ভারতের শিলংয়ে জহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রেফারি বাঁশি দিলেই শুরু হবে খেলা।

ভারত ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ
ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবলে সর্বশেষ জয় পেয়েছে ২০০৩ সালে। সেবার ঢাকায় সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ শেষ বারের মতো ভারতকে হারিয়েছিল। এর পর দুই দশকের মধ্যে আর হারাতে পারেনি। তবে এবার হামজা থাকায় ফিরেছে আত্মবিশ্বাস।
আরও পড়ুন:
» হামজা-জামালদের ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
» কী ঘটেছিল সেদিন? অভিজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দিলেন তামিম
এদিকে এই ম্যাচ ঘিরে অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। এতোই আবেদন ছড়াচ্ছে হামজা-জামালরা, যে ম্যাচের দুদিন আগেই সমস্ত টিকিটও বিক্রি হয়ে গেছে। ভক্ত ও দর্শকদের দিকেও নজর থাকবে আজ। কেননা বাংলাদেশ-ভারত দ্বৈরথ এখন বিশ্বের অন্যতম দ্বৈরথ।
গ্রুপ সি থেকে বাছাইপর্বে বাংলাদেশের সাথে ভারত ছাড়াও আছে সিঙ্গাপুর ও হংকং। আজ ভারতের বিরুদ্ধে শুরুতে যে একাদশ নামাচ্ছেন কাবরেরা, সেখানেই জামাল নেই। গোলরক্ষক রয়েছেন মিতুল মার্মা। আর অধিনায়ক তপু বর্মণ। এছাড়া সাদ উদ্দীন, তারেক কাজী ও তপু জুনিয়র আছেন ডিফেন্সে।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শুরুর একাদশ
মিডফিল্ডে আছেন মাসুক মিয়া জনি, হৃদয় ও মধ্যমনি হামজা। দুই উইঙ্গার হিসেবে ইমন ও মোরসালিন রয়েছেন। আর ফরোয়ার্ড হিসেবে রাকিবকে রেখেছেন কাবরেরা।
বদলী হিসেবে জামাল, সুজন, শ্রাবণ, রহমত মিয়া, সাকিল, ইসা, সোহেল রানা, ফয়সাল ফাহিম, ইব্রাহিম ও আল আমিনকে রাখা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৫/এজে
