উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে গেল রাতে পিএসজিকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বার্সেলোনা। লিড নিয়েও পিছিয়ে পড়া ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহার জোড়া গোলে প্রতিপক্ষ এর ডেরা থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। দ্বিতীয় লেগের ম্যাচে আগামী বুধবার বার্সেলোনার মাঠে খেলতে যাবে পিএসজি।
গতকাল বুধবার (১০ এপ্রিল) রাতে ফরাসি জায়েন্টদের ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এদিন প্রথমার্ধে রাফিনহার একমাত্র গোলে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের শিষ্যরা। বিরতি থেকে ফিরে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। তবে রাফিনহার দ্বিতীয় এবং বদলিনামা ফুটবলার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের একমাত্র গোলে সেমির পথে এগিয়ে গেছে বার্সেলোনা।
তবে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় পিএসজি কোচ এনরিকে। সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘দ্বিতীয় লেগটি এখন অনেকটা ফাইনালের মতো, সেভাবেই আমরা মাঠে নামব। আমার কোনো সংশয়ই নেই যে, আমরাই কোয়ালিফাই করব। জয়ের জন্য ও এই ম্যাচের পারফরম্যান্সের জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাই।’
আগামী সপ্তাহে যে কোন মূল্যে বার্সেলোনাকে হারাতে চাই বলেও জানিয়েছেন এনরিকে। তিনি বলেন, ‘আমরা বার্সেলোনায় যাবো যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়ে। তীব্র তাড়না নিয়ে যাব আমরা। প্রতিপক্ষকে কখনোই ফেভারিট হিসেবে দেখি না আমি, যে প্রতিপক্ষই হোক না কেন। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় এভাবেই দেখি আমি। আমি বিশ্বাস করি, জয়ের জন্যই বার্সেলোনায় যাব আমরা।’
এদিকে প্রথম লেগের ম্যাচ জয়ের পর বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছিলাম। সবকিছু ভালোভাবে হলো- রক্ষণে ও আক্রমণে। আমরা দল নিয়ে গর্বিত। প্যারিস খুব ভালো খেলেছিল, কিন্তু আমরা তাদের লাগাম টেনে ধরে রাখতে পেরেছিলাম।’
আগামী বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় লেগের ম্যাচে ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১ টায় পিএসজিকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। তবে এই ম্যাচ সহজ হবে না মানছেন জাভি, ‘আমরা কেবল অর্ধেক পথ পাড়ি দিলাম। বার্সেলোনায় খুব কঠিন কিছু হতে যাচ্ছে।’ পিএসজিও প্রথম লেগের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকবে সেই ম্যাচে।
আরও পড়ুন: অভিষেক টেস্ট খেলেই সুসংবাদ পেলেন হাসান মাহমুদ
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এফএএস