চলমান আইপিএলে শেষ চারে ওঠার লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের ৫৬টি ম্যাচ শেষ হলেও কোনো দলই শেষ চারে জায়গা নিশ্চিত করতে পারেনি। তবে আর এক জয় নিয়ে প্লে-অফে ওঠার সুযোগ ছিল রাজস্থানের। তবে দিল্লির কাছে হেরে প্লে-অফের ওঠার অপেক্ষা আরো বাড়ল সঞ্জু স্যামসনের দলের। অবশ্য প্লে-অফে জায়গা পাওয়া কঠিন হলেও এখনো টিকে রয়েছে দিল্লি।
মঙ্গলবার (৭ মে) আসরের ৫৬তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ২২১ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে রাজস্থান। ২০ রানে জয় পায় ঋষভ পন্তরা।
এদিন ব্যাটিংয়ে দুই ওপেনার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও অভিষেক পরেলের কল্যাণে দারুণ শুরু পায় দিল্লি। উদ্বোধনীতে ২৬ বলে ৬০ রান যোগ করেন এই দুই ব্যাটার, যেখানে মাত্র ২০ বলে ৫০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ফ্রেজার।
ফ্রেজার ফিরে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা শাই হোপ মাত্র ১ রান করে ফিরে যান। এরপর আক্সার প্যাটেলের সঙ্গে ৪২ ও ঋষভ পন্তের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন অভিষেক। তবে দলীয় ১৪৪ রানের মাথায় আউট হয়ে যান এই ওপেনার। ফেরার আগে ৩৬ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
পরবর্তীতে ট্রিস্টান স্টাবসের ৪১ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২২১ রানের বিশাল পুঁজি পায় দিল্লি। রাজস্থানের হয়ে রবিচন্দ্রন অশ্বিন চার ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন।
বিশাল এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রাজস্থান। ইনিংসের দ্বিতীয় বলেই খলিল আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। পরবর্তীতে জস বাটলারকে নিয়ে প্রাথমিক বিপত্তি সামাল দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দুজন মিলে ৩৩ বলে ৬৩ রান যোগ করেন।
তবে দলীয় ৬৭ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান বাটলার। এরপর কিছুটা ধীরগতিতে রান তোলে রাজস্থান। দলীয় ১০৩ রানে তৃতীয় উইকেট হারায় দিল্লি। এই জুটিতে ৩১ বলে ৩৬ রান যোগ করে তারা।
তবে তৃতীয় উইকেট হারিয়েই যেন ফুলে-ফেঁপে ওঠে রাজস্থান। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান সঞ্জু। তাকে যোগ্য সঙ্গ দেন শুবম দুবে। তবে দলীয় ১৬২ রানের মাথায় সঞ্জু ফিরে গেলে ভেঙে যায় তাদের ৫৯ রানের জুটি।
ফেরার আগে ৪৬ বলে ৮৬ রানে বিধ্বংসী এক ইনিংস খেলেন রাজস্থান দলপতি। তবে এর কিছুক্ষণ পরই ব্যক্তিগত ২৫ রানে আউট হয়ে যান দুবে। এরপর ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় দলটি।
শেষ পর্যন্ত ২০ ওভারে রানে থামে রাজস্থানের ইনিংস। দিল্লির হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন খলিল আহমেদ, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে দিল্লি। শেষ চারে ওঠার সমীকরণ অনেকটা কঠিন হলেও এখনো দৌড়ে টিকে রয়েছে ঋষভ পন্তরা।
আরও পড়ুন: আইপিএল ২০২৪: প্লে-অফে যেতে যে সমীকরণের সামনে দলগুলো
ক্রিফোস্পোর্টস/৭মে২৪/বিটি