Connect with us
ক্রিকেট

আইপিএলে প্রথমবার ঘটলো এমন ঘটনা, হতবাক দিল্লি শিবির

আইপিএলে দিল্লি ক্যাপিটালস
টিম দিল্লির ছয়জন ব্যাটারের ১৬টি ব্যাট চুরি হয়েছে (ছবি- হিন্দুস্তান টাইমস)

কথায় আছে, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে! টানা ৫ ম্যাচ হেরে বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস এবার নতুন মুসকিলে পড়লো। বড় চুরির কবলে পড়েছে ডেভিড ওয়ার্নারের দল।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের ব্যাট, প্যাড, গ্লাভস ও জুতোও চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের নিকট অভিযোগও করা হয়েছে।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের- আইপিএল ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাটি জানার পর টিম দিল্লির সবাই অবাক হয়ছেন।

জানা গেছে, টিম দিল্লির ছয়জন ব্যাটারের ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে বিদেশি অনেক ব্যাটারদের একেকটি ব্যাটের দাম লাখ টাকার বেশি। এছাড়া, প্যাড, জুতো ও গ্লাভসও চুরি হয়ে গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, দিল্লির কাপ্তান ডেভিড ওয়ার্নারের ৩টি, মিচেল মার্শের ২টি, উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্টের ৩টি, যশ ধুলের ৫টি ব্যাট রয়েছে। এর মধ্যে মার্শ ও ওয়ার্নারের একেকটি ব্যাটের দাম ১ লাখ টাকা। ব্যাট-প্যাড ছাড়াও ক্রিকেটের আরও কিছু জিনিসপত্র চুরি হয়েছে।

অপরদিকে হঠাৎ অকল্পনীয় এমন ঘটনার পর মঙ্গলবার অনুশীলনে কোনও রকমে অংশ নেন দিল্লির ক্রিকেটাররা।

খেলোয়াড়দের লাগেজ সঠিক জায়গায় পৌঁছে দিতে সব দলে নিযুক্ত রয়েছে লজিস্টিক সংস্থা। দিল্লি ক্যাপিটালস লজিস্টিক সংস্থা ও পুলিশকে বিষয়টি জানিয়েছে। এটি নিয়ে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।

আরও পড়ুন: শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল রোনালদোর আল নাসর

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট