আইপিএলের চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৫ মে) লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে লখনৌকে ১৯ রানে হারিয়েছে দিল্লি। এই জয়সহ মোট ৭ জয় নিয়ে এবারের আসর শেষ করল ঋষভ পন্তের দল।
এদিন ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দিল্লি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে ৫৮ রান আসে অভিষেক পরেলের ব্যাট থেকে। ৫ চার ও ৪ ছয়ের মারে ৩৩ বলে তিনি এই রান সংগ্রহ করেন।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে। ২৫ বলে ৩ চার ও ৪ ছয়ের মারে এই রান করেন তিনি। এছাড়া শাই হোপ ২৭ বলে ৩৮ এবং ঋষভ পন্ত ২৩ বলে ৩৩ রান করেন।
লখনৌর হয়ে নবিন উল হক ২টি এবং আরশাদ খান ও রবি বিশ্নই ১টি করে উইকেট শিকার করেন।
২০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় লখনৌ। লখনৌর হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে। ৬ চার ও ৪ ছয়ের মারে ২৭ বলে এই রান করেন তিনি। এছাড়া আরশাদ খান ৩৩ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
দিল্লির হয়ে চার ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন ইশান্ত শর্মা।
এই জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে দিল্লি। তবে চেন্নাই ও হায়দরাবাদের সমান ১৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই দিল্লির।
আরও পড়ুন: কেন বাদ পড়লেন সাইফউদ্দিন? ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/বিটি