Connect with us
ক্রিকেট

৪২০ রানের ম্যাচে উত্তেজনা ছড়িয়ে জিতলো দিল্লি

dilhi won
৩১ বলে অপরাজিত ৬৬ রানে দিল্লির জয়ের নায়ক আশুতোষ

দুদল মিলে রান করলো ৪২০। বিশাল এই রানের ম্যাচে নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে জয় পেয়েছে দিল্লি ক্যাপিট্যালস। আর হার দিয়ে আইপিএলের আসর শুরু করলো লখনৌ সুপার জায়ান্টস।

সোমবার রাতে বিশাখাপত্তনমে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। রিশাভ পন্তের লখনৌকে ১ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি। আগে ব্যাটিং করে ২০৯ রান করে লখনৌ। আর ১৯.৩ ওভারে ২১১ করে ফেলে দিল্লি।

হাতে মাত্র এক উইকেট, তখনও ৯ বলে ১৮ রান দরকার দিল্লির। শেষ ভরসা আশুতোষ শর্মা তিনিই একটা প্রান্ত ধরে দুর্দান্ত এক জয় এনে দিলেন। ৩১ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে দিল্লির জয়ের নায়ক আশুতোষ।


আরও পড়ুন:

» তামিমের সুস্থতা কামনা করে যা বললেন অভিনেতা শাকিব খান

» জন্মদিনে তামিমের জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব


২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ও অভিষেক পুরেল ফিরে যান। দুর্দান্ত বোলিং শুরু করেন শার্দুল ঠাকুর। পরের ওভারে সামির রিজভিও (৪) ফিরলে ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি।

Asutosh

২২ বলে ৫৫ রানের জুটি গড়েন আশুতোষ আর ভিপরাজ নিগম

তবে ধাক্কা খেলেও মারকুটে ফাফ ডু প্লেসি আর অক্ষর প্যাটেলের ব্যাটে আসতে থাকে রান। ১১ বলে ২২ রানে ফেরেন অক্ষর, ১৮ বলে ২৯ করে আউট হন ডু প্লেসি। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে আবারও শঙ্কায় পড়ে দিল্লি।

ত্রিস্তান স্টাবস আর আশুতোষ শর্মার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ৩৫ বলে ৪৮ রান যোগ করেন তারা। ২২ বলে ৩৪ করে স্টাবস ফিরলে ভাঙে এই জুটি। এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন ভিপরাজ নিগম। ভিপরাজ করেন ১৫ বলে ৩৯। এরপর বাকি কাজটা সারেন আশুতোষ।

এর আগে মিচেল মার্শ আর নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ৮ উইকেটে ২০৯ রানের পাহাড় গড়ে লখনৌ। টস হেরে ব্যাট করতে নেমে মার্করামের উইলোতে উড়ন্ত সূচনা পায় দলটি। মার্শকে নিয়ে ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। মার্শ ১৩ বলে ১৫ রানে আউট হয়ে যান।

ক্রিজে আসা পুরানকে নিয়ে মার্করাম দিল্লির বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন। ৪২ বলে তারা যোগ করেন ৮৭ রান। ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় মার্করাম ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। পুরান ৩০ বলে ৭৫ করেন ৬ চার আর ৭ ছক্কায়। পুরান-মার্করামের ঝোড়ো ব্যাটে ১৫ ওভারেই ১৭০ রান তুলে ফেলেছিল লখনৌ।

শেষদিকে ডেভিড মিলার ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ২৭ রান করে দুইশ পার করেন। মিচেল স্টার্ক ৪২ রানে ৩টি আর কুলদিপ যাদব ২ উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট