ইনজুরি কাটিয়ে আবারো মাঠে ফেরার জন্য লড়াই শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনজুরির কারনে আসন্ন নিউজিল্যান্ডে সিরিজে খেলা না হলেও ২০২৪ বিপিএল দিয়েই মাঠে ফিরতে চান সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটার। এজন্য শুরু করে দিয়েছেন প্রস্তুতি পর্বও।
বুধবার (৬ ডিসেম্বর) মাঠে ফেরার মিশন শুরু করতে মিরপুরে আসেন মাহমুদুল্লাহ। এরপর মিরপুরের একাডেমি মাঠে কিছুক্ষণ দৌড়েছেন তিনি। সেখানে জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের সঙ্গে দেখা হয়েছে মাহমুদুল্লাহর। এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলের সঙ্গেও দেখা হয়েছে তার।
সদ্য শেষ হওয়া ভারত বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মাহমুদুল্লাহ। অথচ তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছিলো নানা শঙ্কা। তবে সবাইকে ভুল প্রমাণিত করে একের পর এক ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়কে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন এই তারকা ব্যাটার।
কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে রান নেওয়ার সময় ডাইভ দিয়ে কাধে আঘাত পান মাহমুদুল্লাহ। যার কারনে কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তাছাড়া চলতি মাসে নিউজিল্যান্ড সফরেও দলে থাকবেন না নির্ভরযোগ্য এই ব্যাটার। যা দলকে কিছুটা হলেও ভোগাবে।
আগামী বছরের বিপিএল দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। সব ঠিক থাকলে বিপিএলে ব্যাটে-বলের লড়াইয়ে দেখা যাবে জাতীয় দলের এই দুই সতীর্থকে।
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আইসিসি
ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমটি