Connect with us
ক্রিকেট

বিপিএল ড্রাফটে ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল

Imrul Kayes
ইমরুল কায়েস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে আগামী সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের ড্রাফটের জন্য ১৮৮ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। ড্রাফটের জন্য ৬ ক্যাটাগরিতে ভাগ করে এই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারে আসরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ ৬০ লাখ টাকা। এরপর ‘বি’ ক্যাটাগরি থাকা ক্রিকেটারদের জন্য ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক থাকছে।

তবে বিপিএলের ড্রাফটে ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস। সারাবছর খেলায় অনিয়মিত থেকেও কোনো ক্রিকেটারের ভালো ক্যাটাগরিতে জায়গা পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত এই ওপেনার।

আরও পড়ুন:

» ভারত সফর নিয়ে যা বললেন ফিল্ডিং কোচ নিক পোথাস

» বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহর সংবর্ধনা নিয়ে যা জানা গেল 

এবারের প্লেয়ার্স ড্রাফটে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ইমরুল কায়েস। আজ শুক্রবার (১১ অক্টোবর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় বিপিএলের গ্রেডিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেন ইমরুল। সেখানে কোনো এক ক্রিকেটারকে ইঙ্গিত করে ইমরুল বলেছেন, বছরজুড়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত না থেকেও কীভাবে ‘বি’ গ্রেডে জায়গা হয়!

তিনি লিখেছেন, ‘বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কীসের ভিত্তিতে করা হয়। জাতীয় দল, সারা বছরের ঘরোয়া পারফরম্যান্স, বিপিএলের পারফরম্যান্স নাকি শুধু নাম দেখে করা হয়। বছরজুড়ে ক্রিকেটের আশেপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো ‘বি’ গ্রেডে। অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখেই বিপিএলের ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়?’

দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। এবারের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাতাগরিতে রয়েছেন এই সাবেক। তবে কি মাশরাফির দিকে ইঙ্গিত করেই ক্ষোভ ঝাড়লেন ইমরুল?

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট