
বাংলাদেশের ফুটবলে বহুল প্রতীক্ষিত ম্যাচ ছিল ভারতের বিপক্ষে গতকাল। কেননা এশিয়ান কাপ বাছাই পর্বে এটি লাল-সবুজের জার্সিধারীদের প্রথম লড়াই। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছে হামজা চৌধুরীর। তবে সেই ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। গোল শূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে গতকাল শিলংয়ে ভালো লড়াই করেছিল বাংলাদেশ। তবে ফিনিশিং দুর্বলতায় জয়ের হাতছানি দিলেও শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি রাকিব-মোরসালিনর। তবে এমন ম্যাচ শেষেও এশিয়ান কাপ খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধান কোচ এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা ম্যাচ নিয়ে বলেন, ‘প্রথমার্ধে আমরা গোলের সুযোগ মিস করেছি। না হলে আমরা ম্যাচটি জিততে পারতাম।’ তবে গ্রুপের অপর সিঙ্গাপুর ও হংকং ম্যাচও গোল শূন্য ড্র হওয়ায় এশিয়ান কাপের আশা দেখছেন কাবরেরা, ‘ভারত এই গ্রুপের শীর্ষ দল। সেই দলের বিপক্ষে এক পয়েন্ট নেওয়াটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। আমরা এশিয়া কাপে খেলতে চাই।’
আরও পড়ুন:
» ব্রাজিলের জালে এক হালি গোল দিয়ে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা
» পর্যবেক্ষণের সময় শেষ হওয়ার আগেই ঢাকায় আনা হচ্ছে তামিমকে
এশিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশকে এই বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপের সেরা হতে হবে। প্রতিটি দল একে অন্যের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে। ছয় ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে থাকা দল ২০২৭ সালে সৌদি আরবে এশিয়া কাপ খেলতে পারবে। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপ খেলেছিল। আরও একবার এই আঞ্চলিক টুর্নামেন্টে লাল সবুজের পতাকা দেখার আশা সকলের।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শিলংয়ে আজকের ম্যাচ স্টেডিয়ামে বসেই দেখেছেন। কোচের মতো তিনিও এশিয়া কাপে খেলার স্বপ্নের কথা জানিয়েছেন। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত গণমাধ্যমের কাছে বলেন, ‘আমরা সৌদি আরবে এশিয়া কাপ খেলতে চাই। ভারতের বিপক্ষে এক পয়েন্ট আমাদের সেই যাত্রার অংশ। হামজাসহ গোটা দলই ভালো খেলেছে।’
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৫/এফএএস
