ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। এল সালভাদরের পর কোস্টারিকার সাথেও ৩ গোলের বড় জয় পেয়েছে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এদিন শুরুতে এক গোল খেয়ে পিছিয়ে পড়েও পরে টানা তিনটা গোল দিয়ে ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার দল।
বুধবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ফিল্ড মেমোরিয়াল কলিসিয়ামের মাঠে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কোস্টা রিকা। মেসিবিহীন দলে এদিয়ে তিনটা গোল দেন ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লওতারো মার্টিনেজ।
শুরু থেকে গোটা ম্যাচে বল দখলে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। একাধিক ভালো আক্রমণ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় আলবিসিলেস্তেরা। তবে পাল্টা আক্রমণে গিয়ে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় কোস্টা রিকা। সতীর্থের শট আর্জেন্টাইন গোলকিপার ঠেকিয়ে দিলে ফিরতি বল পেয়ে জালে বল জড়ান মানফ্রেড উগাল্ডে।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। যদিও দ্বিতীয় আর্ধের শুরু থেকে বেশ গোছালো আক্রমণ চালায় আলবিসিলেস্তেরা। যার ফলে ম্যাচের ৫২ মিনিটেই সমতায় ফিরে তারা। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন আনহেল ডি মারিয়া।
এর চার মিনিট পরই আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলেক্সিস মাক আলিস্তের। কর্নার থেকে পাওয়া বল দুই সতীর্থ হেডে গোল করার চেষ্টা করলে রুখে দেয় প্রতিপক্ষের গোলকিপার ফিরতি বল পেয়ে তৃতীয় দফার হেডে বল জালে জড়ান আলিস্তের। ৭৭ মিনিটে কোস্টা রিকার কফিনে শেষ পেরেক ঠুকে দেন লাউতেরো মার্তিনেজ।
এতে করে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
আরও পড়ুন: বিশ্রাম শেষে দলে ফিরল রোনালদো, হারল পর্তুগাল
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এফএএস