Connect with us
ফুটবল

পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেল পর্তুগাল

Despite falling behind, Portugal won with a last-minute goal
চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে পর্তুওগাল। ছবি- সংগৃহীত

চলতি ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (১৮ জুন) রাতে চেক রিপাবলিকের মুখোমুখি হয় পর্তুগাল। তারকায় ঠাসা পর্তুগাল মধ্যম সারির দলটির সঙ্গে প্রথমে ১-০ তে পিছিয়ে পড়ে। তবে নির্ধারিত সময়ের আগেই ১-১ সমতায় ফিরলেও ড্রর দিকেই এগোচ্ছিলো ম্যাচটি। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে চেকদের জালে দ্বিতীয়বারের মতো বল জড়িয়ে চলতি টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

এদিন লাইপজিগের রেড বুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় পর্তুগাল। ম্যাচের আট মিনিটে বক্সের মধ্যে নেওয়া রোনালদোর হেড গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তবে ৩২ মিনিটে দারুণ এক সুযোগ পান রোনালদো। বক্সের মধ্যে একা বল পেয়ে যান তিনি। তবে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন এই পর্তুগিজ সুপারস্টার।

প্রথমার্ধের শেষদিকে বক্সের ডানদিক থেকে গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন রোনালদো। তবে এ যাত্রায়ও গোলকিপার জিন্দরিচ স্টানিকের কল্যাণে বেচে যায় চেকরা। গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুন:

» শেষবারের মতো কোপা আমেরিকায় নামছেন মেসি

» ইউরোতে দ্রুততম গোল হজমের পর ইতালির দুর্দান্ত কামব্যাক

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারো আক্রমণাত্মক ফুটবল খেলে রোনালদো-ফার্নান্দেজরা। তবে এত আক্রমণ সত্ত্বেও উলটো গোল খেয়ে বসে পর্তুগাল। ম্যাচের ৬২তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পর্তুগালের জালে আঘাত হানেন লুকাস প্রভোড।

তবে গোল শোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি পর্তুগাল। ম্যাচের ৬৯তম মিনিটে ভিথিনহার ক্রস থেকে বক্সের মধ্যে হেড নেন নুনু মেন্ডেস। তার বল গোলকিপার আটকে দিলেও তা তালুবন্দি করতে ব্যর্থ হন। পাশে থাকা চেক ডিফেন্ডার রবিন রানাকের পায়ে লেগে বল জালে জড়ায়। এরপর একাধিক আক্রমণেও ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে পারেনি কোনো দল।

তবে বদলি হিসেবে নামা তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসা ম্যাচের যোগ সময়ে গোল করে এগিয়ে দেন পর্তুগালকে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল