Connect with us
ফুটবল

ম্যাচ হারলেও গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে বার্সেলোনা

Barcelona UCL
হেরেও গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে বার্সেলোনা। ছবি- গোল ডটকম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের বিপক্ষে আট পরিবর্তন নিয়ে দল মাঠে নামায় বার্সেলোনার কোচ জাভি এর্নান্দেজ। আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় এই ম্যাচে ছিল বেঞ্চ প্লেয়ারদের বাজিয়ে দেখার সুযোগ। তবে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে অ্যান্টওয়ার্পের বিপক্ষে হেরে বসে বার্সেলোনা।

এর আগে গ্রুপ পর্বে কোন পয়েন্ট না পেলেও বার্সেলোনার বিপক্ষে শক্ত মানসিকতা নিয়েই মাঠে নামে স্বাগতিক অ্যান্টওয়ার্প। সেই প্রতিফলন দেখা যায় ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে অ্যান্টওয়ার্প লিড নিলে। ম্যাচের শুরুতে দলকে লিড এনে দেন আর্থুর ভেরমিরেন। বার্সা রক্ষণের শুরুর দুর্বলতা কাজে লাগিয়েই এগিয়ে যায় অ্যান্টওয়ার্প।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ছোট ছোট অ্যাটাকে সমতায় ফেরার সুযোগ তৈরি করে জাভি এর্নান্দেজের শিষ্যরা। ম্যাচের ৩৫ মিনিটে তেমনই এক সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতা এনে দেন ফেরান তোরেস। লামিন ইয়ামালের বাড়ানো বল লক্ষ্যভেদ করেন তিনি।

দ্বিতীয় আর্ধের শুরুতে পাল্টা আক্রমণে আবারো পিছিয়ে পড়ে বার্সেলোনা ম্যাচের ৫৬ মিনিটে বল পেয়ে গোল করেন ইয়ানসেন। আল হাসান ইউসুফের সহায়তায় জালে বল জড়ান এই ডাচ ফুটবলার। ম্যাচের মূল সময়ে আর কোন গোল করতে না পারলে হারের শঙ্কা জাগে বার্সেলোনার।

তবে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ফ্রি কিক থেকে হেড করে পুনরায় দলকে সমতায় ফেরান মার্ক গিউ। তবে এক মিনিট বাদে জর্জ লিনিখেনার গোলে ফের ম্যাচে এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে মাতিয়ে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নেয় এই বেলজিয়ান ক্লাব।

শেষ ম্যাচ হারলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এইচ’ থেকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। গ্রুপ পর্বের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৫-৩ গোলে হারিয়ে সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে নকআউট পর্বে উঠেছে পোর্তো।

আরও পড়ুন: পিএসএলে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল