Connect with us
ক্রিকেট

সাকিবের দুর্দান্ত বোলিং, তবুও হারল দল

Despite Shakib's excellent bowling, Bangla Tigers lost
দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আজ (বৃহস্পতিবার) আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরের পর্দা উঠেছে। তবে টুর্নামেন্টের শুরুটা আশানুরূপ হয়নি বাংলা টাইগার্সের। ব্যাট হাতে শানাকা ও বল হাতে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পরও হেরেছে দলটি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছিল বাংলা টাইগার্স। জবাবে মরিসভিল স্যাম্প আর্মি ৯.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি বাংলা টাইগার্সের। উদ্বোধনী জুটিতে ১৭ বলে মাত্র ২১ রান যোগ করেন দুই ওপেনার লুকমান ফয়সাল ও হযরতউল্লাহ জাজাই। ফয়সাল ৫ বলে ৭ রান করে ফিরে যাওয়ার পর উইকেটে আসেন দাসুন শানাকা।

আরও পড়ুন:

» যে কারণে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক

» এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে তামিম 

এই জুটিতে প্রথম ২৫ বলে আসে মাত্র ২৮ রান। তবে শেষ তিন ওভারে ১৮ বলে ৫৭ রান যোগ করেন তারা। যারা পুরোটা কৃতিত্ব শানাকার। ইনিংসের একপর্যায়ে ১২ বলে ১০ রান করা এই অলরাউন্ডার শেষ ১৫ বলে যোগ করেছেন ৫২ রান।

শেষ পর্যন্ত ২৭ বলে চারটি চার ও ছয়টি ছক্কার মারে ৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন জাজাই। মরিসভিলের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন আমির হামজা।

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার শারজিল খানকে (০) ফেরান আইরিশ পেসার জশুয়া লিটল। এরপর আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস ও আন্দিয়েস গুসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মরিসবিল।

তবে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ে এসেই এই জুটি ভাঙেন। দলীয় ৩৪ রানের মাথায় বিধ্বংসী ডু প্লেসিকে ফেরান তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বলে ২৯ রান করেন ডু প্লেসি।

এরপর গুস ও অধিনায়ক রোহান মুস্তফার ১৪ বলে ২৯ রানের জুটিও ভাঙেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারে সাকিবকে এগিয়ে মারতে এসে স্টাম্পিংয়ের শিকার হন মরিসবিল অধিনায়ক। ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন সাকিব।

তবে সাকিবের এমন বোলিংয়ের পরও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলা টাইগার্স। জ্যাক টেলরের অপরাজিত ২৭ ও করিম জানাতে অপরাজিত ১৫ রানে ভর করে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় স্যাম্প আর্মি।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট