Connect with us
ক্রিকেট

ব্যাটিং দুর্বলতায় বড় হার সঙ্গী হলো বাংলাদেশের

Bangladesh Women vs Australia Women 1st ODI
প্রথম ওয়ানডেতে ১১৮ রানে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথমে বল হাতে দাপট দেখালেও ব্যাটিং দুর্বলতায় বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।

আজ (২১ মার্চ) মিরপুরে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২১৩ রানের পুজি পায় সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে ৩৬ ওভার খেলে ৯৫ রান করেই গুটিয়ে যায় টাইগ্রেসরা। ১১৮ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল অজি মেয়েরা।

এদিন মিরপুরে আগে ব্যাট করতে নেমে সুলতানা-মারুফাদের বোলিং দাপটে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারী। মাত্র ৭৮ রানেই অধিনায়ক এলিসা হিলি ও এলিস প্যারিদের সহ অস্ট্রেলিয়ার ৫টি উইকেট তুলে নেয় বাংলাদেশ।

পরবর্তীতে অ্যাশলে গার্ডনারের ৩২, অ্যানাবেল সাথারল্যান্ডের ৫৮ এবং শেষদিকে অ্যালানা কিংয়ের ৩১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসে ২১৩ রানের পুজি পায় অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়াকে দুইশোর আগেই আটকে দেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। শেষ ওভারে ফাহিমা খাতুনের ৬ বলে চার ছয় ও এক চারের মারসহ মোট ২৯ রান তুলে নেন অ্যালানা।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

২১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান ওপেনার ফারজানা খাতুন। ইনিংসের ২১ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার মুর্শিদা খাতুন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ।

দলীয় ৭০ রানের মাথায় তাদের ৪৯ রানে জুটি ভেঙে গেলে সেখানেই থমকে যায় বাংলাদেশের ব্যাটিং। এরপর আসা-যাওয়ার মধ্যেই থাকে বাংলাদেশের ব্যাটাররা। শতরান পেরোনোর আগেই শেষ উইকেটের পতন ঘটে টাইগ্রেসদের।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক জ্যোতি। সফরকারীদের হয়ে অ্যাশলে গার্ডনার ৩ টি এবং কিম গার্থ ২টি উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: আইপিএল ২০২৪ আগামীকাল শুরু, প্রথম দিনই মুখোমুখি ধোনি-কোহলি 

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট